২৩ নভেম্বর ১৯৭১ঃ রাজা ত্রিদিভ রায় প্রেসিডেন্ট এর বিশেষ দুত হিসেবে বিদেশ সফরে
২১ নভেম্বর চাকমা রাজা ও পার্বত্য চট্টগ্রাম হতে নির্বাচিত স্বতন্ত্র এমএনএ ত্রিদিভ রায় প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে সাক্ষাতের পর তাকে বিশেষ দুতের পদমর্যাদা দিয়ে কয়েকটি দেশে দায়িত্ব প্রদান করা হয়। সে হিসাবে তিনি শ্রীলঙ্কা নেপাল ও থাইল্যান্ড সফর শুরু করেছেন। তার সাথে পররাষ্ট্র দপ্তরের একজন পরিচালকও রয়েছেন। তিনি এসকল দেশে পূর্ব পাকিস্তান পরিস্থিতি বিশেষ করে সাম্প্রতিক ভারতীয় আগ্রাসন বিষয়ে সে সকল রাষ্ট্র প্রধানদের সাথে আলোচনা করবেন।