১৯৭০ সনের ১৩ নভেম্বর দেশের দক্ষিণাঞ্চলে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় গোরকির আঘাত হানার সময়কালে পত্রিকায় প্রকাশিত আবহাওয়া বার্তা ১৯৭০ সনের নভেম্বরে সাইক্লোনের আঘাতে যখন দেশের দক্ষিনাঞ্চল লণ্ডভণ্ড। তখন পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন রিয়ার অ্যাডমিরাল আহসান। তিনি যেহেতু নৌ বাহিনী কর্মকর্তা তিনি উপকুলে গভর্নর ক্যাম্প স্থাপন করে তাহার কাজ কর্ম চালাতেন খুব প্রয়োজন না হলে তিনি ঢাকা বা পিণ্ডি যেতেন না। পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান ছিলেন সাহেবজাদা ইয়াকুব খান। তাকে উপকুলেই প্রায় সময় থাকতেই হল কারন ত্রান তৎপরতার দায়িত্ব সেনাবাহিনীর হাতে। তারা উভয়েই পশ্চিমের। শিক্ষা মন্ত্রি একেএম শামশুল হক কে ত্রান মন্ত্রনালয়ের দেখভালের দায়িত্ব দেয়া হল। তিনি বাঙালি এবং গুনি বেক্তি(উপাচার্য, রাবি)। প্রথমেই তিনি তার এক মাসের বেতন দান করে কাজ শুরু করলেন। কোন মতে ১টি সফরই ছিল তার দায়িত্ব । ঢাকায় কিছু মিটিং সিটিং ছিল তার কাজ। প্রেসিডেন্ট ইয়াহিয়া ছিলেন চীনে আসার পথে আকাশ থেকে দেখে গেলেন আবার আসলেন ৮ দিন পর তাও নোয়াখালীতে।
রাজনৈতিক নেতাদের প্রায় সকলেই সংক্ষিপ্ত সফর করে চলে আসলেন। কেবল শেখ মুজিব সেখানে সময় দিলেন। প্রথম সফর ছিল ঐ দিনই কারন তখন তিনি পিরোজপুর ছিলেন । ঢাকায় আসতে হল ভাসানি সহ কেউ কেউ নির্বাচন স্থগিত করার দাবিও সুরু করলেন । নির্বাচন স্থগিতের ষড়যন্ত্র ঝিমিয়ে পরলে পুনরায় সেখানে গেলেন। নির্বাচনের আগের দিন বললেন এই সিট গুলির সবই আওয়ামী লিগের। শিক্ষামন্ত্রি একেএম শামশুল হক কে জিয়াউর রহমান পররাষ্ট্র মন্ত্রি বানিয়েছিলেন। এই যুগের হলে উনা্র কপালে ব্রয়লার উপাধি জুটতো।