চবির সেই রাজাকার শিক্ষককে স্থায়ী বহিষ্কার দাবিতে সিন্ডিকেটসভা ঘেরাও ভাংচুর
স্টাফ রিপাের্টার, চট্টগ্রাম অফিস ॥ সেই রাজাকার শিক্ষক রেজাউল করিম রিজুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে ছাত্রলীগ শনিবার সিন্ডিকেটসভা ঘেরাও করে রাখে তিন ঘন্টা। এ সময় সমাবেশ ও মিছিল হয়েছে। ভাংচুর হয়েছে সিন্ডিকেটসভাস্থলে। ছাত্রলীগ সিন্ডিকেটসভা ঘেরাও করে সকাল ১১টায়। তাদের দাবি রাজাকার শিক্ষক রেজাউল করিম রিজুকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। কিন্তু সিন্ডিকেটের তরফে বলা হয়, রিজুর বিষয়টির ওপর হাইকোর্টের স্থগিতাদেশ থাকায়। তারা কোন সিদ্ধান্ত দিতে পারবে না। উল্লেখ্য, জনকণ্ঠের সেই রাজাকার কলামে রিজুর ‘৭১-এর ভূমিকা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িক বহিষ্কার ও ক্যাম্পাসে নিষিদ্ধ ঘােষণা করে। কিন্তু এ সিদ্ধান্তের ওপর হাইকোর্ট স্থগিতাদেশ দেয়। শনিবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির হায়দার বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নাজিমুদ্দিন শিমু, আশরাফ সাদাত, কায়সারুজ্জামান, আজমল প্রমুখ। সমাবেশ শেষে ছাত্রলীগ মিছিল বের করে। ২টা পর্যন্ত ঘেরাও কর্মসূচী পালিত হয়। এ সময় সিন্ডিকেট সভাস্থলে ছাত্রলীগ কর্মীরা ভাংচুর চালায়।
সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন