You dont have javascript enabled! Please enable it! চবির সেই রাজাকার ॥ বহিষ্কারাদেশ হাইকোর্টে স্থগিত - সংগ্রামের নোটবুক

চবির সেই রাজাকার ॥ বহিষ্কারাদেশ হাইকোর্টে স্থগিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সেই রাজাকার শিক্ষক রেজাউল করিম রিজুর বহিষ্কারাদেশ এবং ক্যাম্পাসে নিষিদ্ধকরণ সংক্রান্ত সিন্ডিকেটের সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করে দিয়েছে। কারণ দর্শাও নােটিস জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রার এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষা ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যানকে। আদালতের নিষেধাজ্ঞার কারণে সিন্ডিকেট কর্তৃক গঠিত শক্তিশালী তদন্ত কমিটির কাছে শুক্রবার নির্ধারিত রেজাউল করিমের শুনানি অনুষ্ঠিত হয়নি। এ শুনানির প্রেক্ষিতেই রেজাউল করিমের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা ছিল। দৈনিক জনকণ্ঠের সেই রাজাকার কলামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে এবং আত্মস্বীকৃতিমূলক বক্তব্যের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক রেজাউল করিমকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে। সাময়িকভাবে বরখাস্ত করা হয়। নিষিদ্ধ করা হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার আগমন। গত ১৭ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৩৬৮তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ ব্যাপারে রেজাউল করিম সম্প্রতি হাইকোর্টে আপীল করলে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গৃহীত সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিতের নির্দেশ দেয়।

জনকণ্ঠ ॥ ১২-০৫-২০০১