কুমিল্লার সেই রাজাকার শামসুল হক মােল্লাকে ডিসির কক্ষ থেকে বের করে দেয়া হয়েছে
কুমিল্লা, ৫ মে, সংবাদদাতা ॥ কুমিল্লার সেই রাজাকার শামসুল হক মােল্লাকে শনিবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সঙ্গে কুমিল্লার মুক্তিযােদ্ধা, এনজিও প্রতিনিধি ও জেলা ক্রীড়া সংস্থার এক মতবিনিময় অনুষ্ঠান থেকে বের করে দেয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এমএ তাহের কুমিল্লায় সপ্তাহব্যাপী এক সফরে কুমিল্লার বিভিন্ন পেশা ও শ্রেণীর নেতৃবৃন্দের সঙ্গে গত কয়েকদিন মতবিনিময় অনুষ্ঠান করছিলেন। গতকাল শনিবারও কুমিল্লার মুক্তিযােদ্ধা ও এনজিও প্রতিনিধি এবং জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন। কুমিল্লার সেই রাজাকার শামসুল হক মােল্লা জেলা ক্রীড়া সংস্থার হয়ে এ অনুষ্ঠানে অংশ নেয়। সভায় উপস্থিত মুক্তিযােদ্ধারা তখন রাজাকারকে সঙ্গে নিয়ে কোন অনুষ্ঠান করবেন না বলে জানান এবং সভা থেকে বের হয়ে স্লোগান তােলেন। এক পর্যায়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বিষয়টি বিশদ অবহিত হন। পরে তাকে অনুষ্ঠান থেকে চলে । যাওয়ার জন্য অন্যরা পরামর্শ দিলে সে মাথা নিচু করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ত্যাগ করে। পরে মুক্তিযােদ্ধারা সভায় যােগ দেন।
জনকণ্ঠ ॥ ০৬-০৫-২০০১
সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন