You dont have javascript enabled! Please enable it! সেই রাজাকার প্রতিবেদনে সৈয়দপুরে আলােড়ন ॥ ইজহারের ফাসি দাবিতে ছাত্র-জনতার মিছিল - সংগ্রামের নোটবুক

সেই রাজাকার প্রতিবেদনে সৈয়দপুরে আলােড়ন ॥ ইজহারের ফাসি দাবিতে ছাত্র-জনতার মিছিল

জনকণ্ঠ রিপাের্ট ॥ ‘ছিন্ন মস্তক নিয়ে উল্লাসকারী সৈয়দপুরের ইজহার আহমেদ এখন জাতীয় পার্টি নেতা’ শীর্ষক সেই রাজাকারের কাহিনী বৃহস্পতিবার দৈনিক জনকণ্ঠের প্রথম পৃষ্ঠায় সেই রাজাকার’ কলামে প্রকাশিত হওয়ায় সৈয়দপুরে আলােড়ন সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকাল ৬টায় সৈয়দপুরে জনকণ্ঠ পত্রিকা পৌছার পর জনকণ্ঠের প্রথম পৃষ্ঠায় ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধে ইজহার আহমেদের ভূমিকা ও কার্যকলাপের কথা জানতে পেরে পাঠকের মাঝে ব্যাপক সাড়া পড়ে যায়। নতুন প্রজন্ম ও শহীদ পরিবারের অনেক সদস্য এবং মুক্তিযুদ্ধের সপক্ষের সৈনিকরা বিক্ষোভে ফেটে পড়ে। পরবর্তীতে উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, ছাত্র-জনতা বিহারী ইজহার আহমেদের কুকীর্তি, হত্যা, ধর্ষণ, লুটসহ সকল অপকর্মের বিচারের দাবি করে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা কুখ্যাত রাজাকার ইজহার আহমেদকে অবাঞ্ছিত ঘােষণা করে মিছিল নিয়ে যখন শহীদ ডা. জিকরুল হক রােড় অতিক্রম করে তখন বিক্ষিপ্ত জনতা। রাজাকার ইজহার আহমেদের প্রিন্স কনফেকশনারিতে ইটপাটকেল ছােড়ে, ভাংচুর করে। পরবর্তীতে মিছিলটি প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে যােগ দেয়। সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ কুখ্যাত রাজাকার বিহারী ইজহার আহমেদসহ অন্য সকল ঘৃণিত স্বাধীনতাবিরােধী কুখ্যাত রাজাকারের বিচার করে উপযুক্ত শাস্তির দাবি জানায়। সমাবেশে রাজাকার ইজহারের কুশপুত্তলিকা দাহ করা হয় এবং তাকে সৈয়দপুরে। অবাঞ্ছিত ঘােষণা করা হয়। বিহারী ইজহার চেয়ারম্যানের কুকীর্তি প্রকাশ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়ার কারণে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে জনকণ্ঠের প্রায় ২ হাজার কপি শেষ হয়ে যায়।

হকাররা কোথাও কোথাও ১২ থেকে ১৫ টাকা করে এক একটি জনকণ্ঠ কপি বিক্রি করে। পরবর্তীতে তাও ফুরিয়ে গেলে ফটোকপিও বিক্রি হয় ৫ টাকায়। অপরদিকে অবাঙালী অধু্যষিত সৈয়দপুর শহরে বিহারী ইজহার আহমেদের কুকীর্তির সংবাদে অন্য বিহারী রাজাকারদের মাঝে থমথমে অবস্থা বিরাজ করছে এবং বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগ শহরে জিআরপি চত্বরে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিদের নিয়ে রাজাকার ইজহার আহমেদসহ তার দোসরদের ফাসির দাবিতে এক সমাবেশের আয়ােজন করে। শহরে উত্তেজনা বিরাজ করছে। এদিকে রাজাকার ইজহার আহমেদের কাহিনী প্রকাশ করায় সৈয়দপুরের বিভিন্ন স্তরের মানুষ জনকণ্ঠকে অভিনন্দন জানিয়েছে। বিভিন্ন সংগঠন রাজাকার ইজহার আহমেদের নিকট থেকে মুক্তিযােদ্ধা কল্যাণ ট্রাষ্ট্রের তাবানী বেভারেজের সৈয়দপুর এজেন্সিটি বাতিলের দাবি জানায়। পাশাপাশি তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তও দাবি করে।

জনকণ্ঠ ॥ ৩০-০৩-২০০১

সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন