‘সেই রাজাকার’ ঘাতক মতিউর সিকদারের খবরে নরসিংদী তােলপাড়
নরসিংদী, ২৬ মার্চ, নিজস্ব সংবাদদাতা ॥ রবিবার দৈনিক জনকণ্ঠের প্রথম পৃষ্ঠায় “সেই রাজাকার’ কলামে নরসিংদীর ঘাতক মতিউর সিকদার এখন ফুয়াদ আল খতিব হাসপাতালের প্রজেক্ট ম্যানেজার’ শিরােনামে সংবাদ প্রকাশিত হওয়ায় নরসিংদীতে। আলােড়ন সৃষ্টি হয়েছে। রবিবার সকাল ৬টায় নরসিংদীতে জনকণ্ঠ পত্রিকা পৌছার পর। জনকণ্ঠের প্রথম পৃষ্ঠায় ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধে মতিউর রহমান সিকদারের ভূমিকা ও কার্যকলাপের কথা জানতে পেরে পাঠকের মাঝে ব্যাপক সাড়া পড়ে যায়। নিমিষের। মধ্যে জনকণ্ঠের সকল কপি বিক্রি হয়ে যায়। কপি না থাকায় পরে ফটোকপি বিক্রির হিড়িক পড়ে। স্বাধীনতা যুদ্ধের সময়ে নির্যাতিত পরিবারের লােকেরা জনকণ্ঠের এ প্রতিবেদকের সঙ্গে দেখা করে জনকণ্ঠ কর্তৃপক্ষসহ প্রতিবেদককে সাহসী ভূমিকার জন্য। ধন্যবাদ জানায়। এছাড়া বিভিন্ন মহল থেকে সারা দিন প্রেসক্লাব ও প্রতিবেদকের বাসায় টেলিফোনে ধন্যবাদ জানানাে হয়।
জনকণ্ঠ ॥ ২৭-০৩-২০০১
সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন