সেই রাজাকার আজিজুলের খবর ছাপার পর সৈয়দপুর তােলপাড়
সৈয়দপুর, ৯ মার্চ, নিজস্ব সংবাদদাতা ॥ সৈয়দপুরের আজিজুল বাহিনীকে মানুষ জানত খাতামপুকুর মিলিটারি হিসাবে’ শীর্ষক সেই রাজাকারের কাহিনী গত ৬ মার্চ জনকণ্ঠে ছাপা হবার পর গত মঙ্গলবার ও বুধবার ঈদের দিনে সৈয়দপুরের সকল মহলে আলােচনার ঝড় ওঠে। তােলপাড় হয় অন্যান্য রাজাকার, মুক্তিযােদ্ধা ও খাতামপুকুর ইউনিয়নবাসী ছাড়াও গােটা নীলফামারী জেলাবাসীর মাঝে। বিশেষ করে অন্য রাজাকাররা ভীত ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। ঈদের মাত্র ১ দিন আগে সৈয়দপুরে সেই রাজাকারের কাহিনী ছাপা হলে এ অঞ্চলের রাজাকারদের আর ঈদ করা হয়নি, ওরা পরিচিত মহল থেকে যথাসম্ভব অজ্ঞাত স্থানে আত্মগােপন করে। আজিজুলের এই কুকীর্তি প্রকাশ হবার সংবাদ ছড়িয়ে পড়ার কারণে মঙ্গলবার সকাল ১০টার মধ্যেই জনকণ্ঠের প্রায় ২ হাজার কপি শেষ হয়ে যায় । হকাররা কোথাও কোথাও ১২ থেকে ১৫ টাকা করে একেকটি জনকণ্ঠ বিক্রি করে। পরবর্তীতে তাও ফুরিয়ে গেলে ফটোকপিও বিক্রি হয় ৫ টাকায়। সেই রাজাকার কলামে সংবাদটি প্রকাশের পর শহর থেকে গ্রাম পর্যন্ত সর্বত্রই জনকণ্ঠ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। মুক্তিযােদ্ধা সংসদের নীলফামারীর সাবেক কমান্ডার জয়নাল আবেদীন, থানা মুক্তিযােদ্ধা কমান্ডার জিকরুল হক, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফছার হােসেন মিয়া, যুবদল নেতা মহসীনুল হক, সন্ধানী নাট্যগােষ্ঠীর সাধারণ সম্পাদক মােঃ শাহীন জনকণ্ঠের সেই রাজাকারের ধারাবাহিক রিপাের্ট অব্যাহত রাখার জন্য জনকণ্ঠ কর্তৃপক্ষকে অভিনন্দন জানান।
জনকণ্ঠ ॥ ১০-০৩-২০০১
সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন