You dont have javascript enabled! Please enable it! রাজাকার সাঙ্গদার কাহিনা ছাপা হওয়ায় পিরােজপুরে তােলপাড় - সংগ্রামের নোটবুক

রাজাকার সাঙ্গদার কাহিনা ছাপা হওয়ায় পিরােজপুরে তােলপাড়

পিরােজপুর, ৫ মার্চ, নিজস্ব সংবাদদাতা ॥ সােমবার প্রকাশিত জনকণ্ঠের সেই রাজাকার কলামে পিরােজপুরের একাত্তরের রাজাকার দিইল্লা এখন মাওলানা সাঈদী’ “ওরফে দেলােয়ার হােসেন সাঈদী’ রাজাকারের নিষ্ঠুরতার কাহিনী ছাপা হওয়ার পরই ব্যাপক তােলপাড় শুরু হয়েছে। রাজাকার সাঈদী সম্পর্কিত সংবাদ ছাপা হয়েছে জেনে কিছুক্ষণের মধ্যে জনকণ্ঠের সব কপিই বিক্রি হয়ে যায়। পাঠক জনকণ্ঠ না পেয়ে। ফটোকপি কিনে নেয়। এই ঘৃণ্য রাজাকারের কাহিনী ছাপা হওয়ায় স্বাধীনতার ৩০ বছর পর মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আনন্দ প্রকাশ করেছে। শহরের চায়ের স্টল, রেস্তরা, পাড়া-মহল্লা ও গ্রাম-গঞ্জের হাটবাজারে আলােচনার ঝড় ওঠে। মুক্তিযােদ্ধা সংসদের কমান্ডার জামালুল হক দেলােয়ার হােসেন সাঈদীসহ পিরােজপুরের সকল রাজাকারের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান সােমবার।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভােকেট আব্দুল হাকিম জনকণ্ঠের ভূয়সী প্রশংসা করে বলেন, একাত্তরের রাজাকার দিইল্লা ওরফে বর্তমানে সাঈদী সম্পর্কে এই প্রথম বর্তমান প্রজন্ম জানতে পেরেছে তার বর্বরতা ও কুকর্মের কাহিনী। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না সাঈদীকে যুদ্ধাপরাধী আইনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি জনকণ্ঠের সেই রাজাকারের ধারাবাহিক রিপাের্ট অব্যাহত রাখার জন্য জনকণ্ঠ কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি দেলােয়ার হােসেন সাঈদীর জামায়াতের এক কর্মিসভায় স্বাধীনতা সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য জনকণ্ঠে ছাপা হওয়ার পর পিরােজপুরে মুক্তিযােদ্ধা-ছাত্র-জনতা বিক্ষোভে ফেটে পড়ে। বক্তব্যের প্রতিবাদে তাকে পিরােজপুরে অবাঞ্ছিত ঘােষণা করা হয় এবং তার সভা-সমাবেশ নিষিদ্ধ করার দাবি জানানাে হয়।

জনকণ্ঠ। ০৬-০৩-২০০১

সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন