সেই রাজাকার সেলিম হায়দারকে যুবলীগ থেকে বহিষ্কার
স্টাফ রিপাের্টার ॥ জনকণ্ঠে ২৪ ফেব্রুয়ারি সেই রাজাকার কলামের আলবদর কমান্ডার সেলিম হায়দারকে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। সােমবার যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ ঘােষণা করা হয়। একই দিন সকালে অবশ্য সেলিম হায়দার এক সাংবাদিক সম্মেলন করে জনকণ্ঠের রিপাের্টের প্রতিবাদ করেন। জনকণ্ঠে সেই রাজাকার কলামে সেলিম হায়দারের ‘৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর দোসর হিসাবে বিভিন্ন অপকীর্তি প্রকাশ করা হয়। সােমবার সকাল ১১টায় সাংবাদিক সম্মেলন করে সেলিম হায়দার তার বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযােগ অস্বীকার করেন। একই দিন সন্ধ্যায় যুবলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিতর্কিত পরিচয় গােপন রেখে যুবলীগে প্রবেশ এবং ‘৭১ সালে মুক্তিযুদ্ধবিরােধী সক্রিয় ভূমিকা পালনের অপরাধে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসইউ হায়দারকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যপদ থেকে বহিষ্কার। করা হয়েছে।
জনকণ্ঠ ॥ ০৫-০৩-২০০১
সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন