You dont have javascript enabled! Please enable it! সেই রাজাকার কোরবান আলীর খবরে শাহজাদপুরে আলােড়ন ॥ জনকণ্ঠের ফটোকপি বিক্রি - সংগ্রামের নোটবুক

সেই রাজাকার কোরবান আলীর খবরে শাহজাদপুরে আলােড়ন ॥ জনকণ্ঠের ফটোকপি বিক্রি

শাহজাদপুর, ১ মার্চ, নিজস্ব সংবাদদাতা ॥ বৃহস্পতিবার জনকণ্ঠে “শাহজাদপুরের ত্রাস কোরবান আলী নিজ বাড়িতে গড়ে তুলেছিল মিনি ক্যান্টনমেন্ট” শিরােনামে প্রকাশিত খবর ব্যাপক আলােড়ন সৃষ্টি করে। মুক্তিযুদ্ধের নানা অজানা কাহিনী তুলে ধরার পাশাপাশি সেই রাজাকার সিরিজ রিপাের্ট জনকণ্ঠের এক সাহসী পদক্ষেপ, জানালেন থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযােদ্ধা রহমতুল্লাহ সরকার। গাড়াদহ ইউনিয়ন মুক্তিযােদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক জনকণ্ঠের ভূয়সী প্রশংসা করে বলেন, ঘাতক কোরবান ব্যারিস্টার সম্পর্কে বর্তমান প্রজন্ম আজ জানতে পেরেছে। স্বাধীনতা যুদ্ধে তার লােমহর্ষক বর্বরতার কাহিনী। শিক্ষক রওশন আলী জানালেন, ব্যারিস্টার কোরবান আলীদের মতাে ‘৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। বৃহস্পতিবার রিপাের্ট প্রকাশিত হবার পর মুহূর্তে জনকণ্ঠের সকল কপি বিক্রি হয়ে যায়। ব্যারিস্টার কোরবানের ঘৃণ্য অপকর্মের খবর জানতে আগ্রহীদের ফটোকপি সংগ্রহ করতে দেখা গেছে। শহরের চা স্টল ও রেস্তরাগুলােতে আলােচনার ঝড় বয়ে যায় এ প্রতিবেদটিকে ঘিরে। মুক্তিযােদ্ধা গােলাম মওলা তাঁর পিতার হত্যাকারী ব্যারিস্টার। কোরবান আলীর বিরুদ্ধে মামলা করবেন বলে জানালেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধে সব হারিয়ে আমি আজ নিঃস্ব, অথচ যুদ্ধাপরাধী আলবদর রাজাকাররা সমাজে প্রতিষ্ঠিত। রাজাকারদের রাজনৈতিক পুনর্বাসন হয়েছে। লুটের টাকায় তারা কোটিপতি হয়েছেএ কথা ভাবতেও লজ্জা করে।

জনকণ্ঠ ॥ ০২-০৩-২০০১

সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন