You dont have javascript enabled! Please enable it!

জনরােষ ॥ কলাপাড়ার সেই রাজাকার তালেবুরকে নিয়ে বিএনপির কমিটি গঠনের উদ্যোগ বানচাল

কলাপাড়া, ২৫ ফেব্রুয়ারি, নিজস্ব সংবাদদাতা ॥ সেই রাজাকার ক’ ‘সড় বিএনপির বর্তমান আহ্বায়ক তালেবুর রহমানকে নিয়ে ইউনিয়ন বিএনপির কমিটি করতে গেলে সেখানকার মানুষ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করেছে। প্রতিবাদ বিক্ষোভের মুখে চুপি চুপি সটকে পড়ে তালেবুরসহ তার সমর্থকরা। মৎস্যবন্দর আলীপুরে শনিবার সন্ধ্যায় ঘটেছে এ ঘটনাটি। জানা যায়, নবনির্বাচিত আহ্বায়ক তালেবুরকে নিয়ে তার সমর্থিত মােস্তাফিজুর রহমান গ্রুপ লতাচাপলী ইউনিয়ন কমিটি করতে শনিবার বিকালে আলীপুর মৎস্যবন্দরে যায়। এ ঘটনা মানুষের মধ্যে জানাজানি হয়ে গেলে সেখানকার বিএনপির ভিতরের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ও জনসাধারণ সম্মিলিতভাবে প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়ে। তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল শেষে আলীপুর বন্দরে আছর নামাজের পর প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক মােল্লা। বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সাঈদুর রহমান, ইউপি সদস্য নুরুল ইসলাম হাওলাদার, শ্রমিক নেতা গােলাম কিবরিয়া খলিল, হােসেন মােল্লা প্রমুখ।

রাজাকার তালেবুরের বিরুদ্ধে ১৫ জানুয়ারি কলাপাড়া উপজেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়। ১৯৭১ সালে শহীদ মিনার ভেঙ্গে ফেলা ও মুক্তিযােদ্ধা পল্লী চিকিৎসক জহিরুল ইসলামকে ঐ সময়ে ধরে থানায় নিয়ে মারধরের অভিযােগ আনা হয়। বর্তমানে ঐ মামলায় উচ্চতর আদালতের মাধ্যমে জামিনপ্রাপ্ত রয়েছে তালেবুর। শনিবার বিকালে আলীপুর বন্দরে ধাওয়া খাওয়ার পর পুনরায় তালেবুর এখানকার মানুষের মুখে মুখে প্রচার পাচ্ছে। এমনকি বিএনপির খােদ নেতাকর্মীরাও ধিক্কার জানিয়েছে। গত ১৫ জানুয়ারি জনকণ্ঠে সেই রাজাকার তালেবুর এখন কলাপাড়া বিএনপির আহ্বায়ক সংবাদ প্রকাশের পর কলাপাড়ায় মুক্তিযােদ্ধা-জনতা বিক্ষোভ মিছিল, প্রতিবাদসভা করে। তাকে গ্রেফতারের জন্য স্মারকলিপিও দেয়া হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। ঐ দফায় বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকে এই তালেবুর রহমান।

জনকণ্ঠ ॥ ২৬-০২-২০০১

সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!