আওয়ামী লীগ নেতার সাফাই ॥ রাজাকার আদম শফিউল্লার বিচার দাবিতে লাকসামে বিক্ষোভ মিছিল
কুমিল্লা, ২১ ফেব্রুয়ারি, সংবাদদাতা ॥ সেই রাজাকার আদম শফিউল্লা ওরফে মুহাম্মদ জাকারিয়ার বিচারের দাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাতফেরি শেষে লাকসামের বাঘমারায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ এক বিক্ষোভ মিছিল বের করে । কুখ্যাত রাজাকার মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জাকারিয়াবিরােধী স্লোগান দিতে দিতে মিছিলটি বাঘমারা শহীদ মিনার থেকে লালমাই হয়ে বাঘমারা, বাজারে এসে শেষ হয়। এদিকে কুখ্যাত রাজাকার আদম শফিউল্লাকে যেখানে সারা দেশের মানুষ রাজাকার হিসাবে চেনে সেখানে স্থানীয় বাঘমারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের মজুমদার ‘শফিউল্লা রাজাকার নয়’ বলে প্রচার করছে বলে অভিযােগ পাওয়া গেছে। শুধু তাই নয়, ঐ আওয়ামী লীগ নেতা লােকজন দিয়ে বাঘমারায় রাজাকার শফিউল্লার বিচার দাবি ও অবাঞ্ছিত করে লেখা একটি ব্যানার নামিয়ে ফেলে। মুক্তিযুদ্ধের সপক্ষের লােকজন ব্যানারটি লাগিয়েছিল। জানা গেছে, ঐ আওয়ামী লীগ নেতা রাজাকার জাকারিয়ার শুভাকাক্ষী।
জনকণ্ঠ। ২২-০২-২০০১
সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন