You dont have javascript enabled! Please enable it!

সেই রাজাকার মােনায়েমের খবরে দেওয়ানগঞ্জ তােলপাড়

ইসলামপুর, ২২ ফেব্রুয়ারি, নিজস্ব সংবাদদাতা ॥ ‘রেল ইঞ্জিনের বয়লারে মানুষ পুড়িয়ে মারতে সিদ্ধহস্ত দেওয়ানগঞ্জের মােনায়েম কোটিপতি’ শীর্ষক সেই রাজাকার কাহিনী ২২ ফেব্রুয়ারি জনকণ্ঠে ছাপা হবার পর দেওয়ানগঞ্জ ও বকসীগঞ্জ এখন তােলপাড়। ওইদিন  দেওয়ানগঞ্জ ও বকসীগঞ্জের রাজাকার সম্পর্কিত সংবাদ ছাপা হয়েছে জেনে মুহূর্তের মধ্যে জনকণ্ঠের সব কপি শেষ হয়ে যায়। অন্যান্য পত্রিকা বন্ধ থাকায় স্থানীয় এজেন্টরা পাঁচগুণ জনকণ্ঠ এনেও গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারেননি। পত্রিকা না পেয়ে সাধারণ মানুষ একাত্তরের ভীতিকর ঘটনাবলী জানার জন্য দুপুর থেকে সন্ধ্যার পর পর্যন্ত ফটোকপির দোকান থেকে খবরের কপি সংগ্রহ করে। বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ, বকসীগঞ্জ ও ইসলামপুরের অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান,  হােটেল ও চায়ের দোকান এবং মুক্তিযােদ্ধা সংসদে এটাই ছিল আলােচনার মূল বিষয়। দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের পত্রিকা এজেন্ট আজহারুল ইসলাম ও শফিউল আলম ফজলু জানান, রাজাকার সম্পর্কিত খবরের কথা শুনে বেলা ১২টার পর থেকেই জনকণ্ঠের  জন্য লােকজন ছুটে আসে তাদের দোকান ও বাসায়। তাদের মতে, ৫শ’র বেশি গ্রাহককে তারা ফিরিয়ে দিয়েছেন জনকণ্ঠের সব কপি শেষ হয়ে যাওয়ার কারণে। এজেন্ট ফজলু | জানান, গ্রাহকদের অনুরােধে তিনি বিকাল থেকে রাত পর্যন্ত পূর্বের বিক্রির জনকণ্ঠ কিনে পুনরায় ১৫/২০ টাকা করে বিক্রি করেছেন।

বৃহস্পতিবার সেই রাজাকার কলামে সংবাদটি প্রকাশের পর জেলার সর্বত্রই জনকণ্ঠ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। দেওয়ানগঞ্জ মুক্তিযােদ্ধা কমান্ডার মাহবুবুর রশিদ খুররম, প্রতিষ্ঠাতা কমান্ডার আবুল কালাম, জেলা ডেপুটি কমান্ডার মতিউর রহমান, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য দুলাল তালুকদার ও শহীদ পরিবারের একাধিক সদস্যসহ সকল স্তরের মানুষই এই প্রতিবেদকসহ জনকণ্ঠ কর্তৃপক্ষকে সাহসী রিপাের্ট করায় ধন্যবাদ ও অভিনন্দিত করেন। ছুটির দিনে জনকণ্ঠ প্রকাশের জন্যও তারা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ৩০ বছর আগে কয়লার ইঞ্জিনের বয়লারে পুড়িয়ে মারার ঘটনা পড়ে শহীদ তুফানুর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। তবে মুক্তিযােদ্ধা কমান্ডার মাহবুবুর রশিদ খুররমসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, দেওয়ানগঞ্জের রাজাকার কাহিনী এত সংক্ষিপ্ত আকারে কেন? তারা অন্যান্য কুখ্যাত রাজাকার, আলবদরদের কুকীর্তি প্রকাশের দাবি জানান। 

জনকণ্ঠ। ২৩-০২-২০০১

সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!