You dont have javascript enabled! Please enable it! ভৈরবে সেই রাজাকারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি ॥ তােলপাড় - সংগ্রামের নোটবুক

ভৈরবে সেই রাজাকারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি ॥ তােলপাড়

ভৈরব, ৯ ফেব্রুয়ারি, নিজস্ব সংবাদদাতা ॥ একাত্তরের হত্যা-লুণ্ঠনের সাথে যুক্ত সেই রাজাকার’-এর কাহিনী প্রকাশিত হওয়ায় বৃহস্পতিবার ভৈরবে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রতিবেদনটি প্রকাশের পর ‘৭১ সালে যাদের হত্যা করা হয়েছিল তাঁদের আত্মীয়স্বজন রাজাকারদের বিরুদ্ধে হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জনকণ্ঠকে। জানিয়েছেন। ত্রিশ বছর পর এই প্রথম ভৈরবের রাজাকার বাহিনীর মুখােশ জনকণ্ঠ উন্মােচন করে – দেয়ায় জনকণ্ঠের এই সাহসী ভূমিকার জন্য ভৈরববাসী অভিনন্দন জানিয়েছেন জনকণ্ঠ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সাংবাদিককে। জনকণ্ঠের প্রথম পাতায় ‘সেই রাজাকার’ কলামে এই প্রতিবেদনটি ছিল বৃহস্পতিবার। ‘টক অব দ্য টাউন’। সকালে জনকণ্ঠ ভৈরবে পৌছার পর পাঠকদের মাঝে পত্রিকা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়। মুহূর্তের মধ্যে পত্রিকা শেষ হয়ে যায়। ১৫ টাকায়ও পত্রিকা বিক্রি হয়েছে। ফটোকপি বিক্রি হয়েছে ১০ টাকা করে। এদিকে ভৈরববাসী এ রিপাের্টে জনকণ্ঠের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। কিন্তু স্বার্থান্বেষী মহল খুশি হতে পারেনি। ফলে মহলটি ভীষণ ক্ষুব্ধ।

জনকণ্ঠ ॥ ১০-০২-২০০১

সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন