You dont have javascript enabled! Please enable it!

রাজাকারের বয়ান বন্ধ কর

স্টাফ রিপাের্টার ॥ এক গৃহবধূ জনকণ্ঠ অফিসে ফোন করে বললেন- এরপর আর আমরা কাকে বিশ্বাস করব? কার কথায় আস্থা পাব? জনকণ্ঠের ৫ ফেব্রুয়ারি সংখ্যার ‘সেই রাজাকার’ ও ফরিদপুরের ঘাতক বাছুই এখন টিভি পর্দার মাওলানা আবুল কালাম আজাদ প্রতিবেদনটি পড়ে ভদ্রমহিলা তার আক্ষেপ প্রকাশ করেন। এই গৃহবধূ বলেন, এটিএন বাংলা টিভিতে এই মাওলানা আবুল কালাম আজাদের ধর্মীয় বয়ান আমরা শুনি। কিন্তু তার অতীত যে এত জঘন্য তা জনকণ্ঠের প্রতিবেদন পড়ার আগে জানতাম না। এর পরও কি তার এসব বয়ান আমাদের শুনতে হবে? এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট টিভি চ্যানেল কর্তৃপক্ষের ভূমিকা কামনা করে বলেন, আমরা একজন ঘূণ্য রাজাকারের মুখে এসব বয়ান আর শুনতে চাই না। মসজিদে পুলিশ হত্যার জঘন্য ঘটনাটি সরকার ঘটিয়েছে বিরােধী দলের নেত্রীর বক্তব্যেরও তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে ভদ্রমহিলা বললেন, তাহলে আমরা কার ওপর আস্থা রাখব? কাকে ভােট দেব? গৃহবধূ ভদ্রমহিলা বলেন, মনে করেছিলাম আওয়ামী লীগকে আগামীতে ভােট দেব না। কিন্তু বেগম খালেদা জিয়ার এ ধরনের দায়িত্বহীন বক্তব্য শােনার পর ভাবছি, কেন তাকে ভােট দেব যিনি এমন একটি জঘন্য ঘটনা সম্পর্কে এ ধরনের উক্তি করতে পারেন!

জনকণ্ঠ ॥ ০৬-০২-২০০১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!