You dont have javascript enabled! Please enable it!

সেই রাজাকার আনােয়ার কসাই  প্রতিবেদনে পঞ্চগড় তােলপাড়

পঞ্চগড়, ৬ ফেব্রুয়ারি, নিজস্ব সংবাদদাতা ॥ একাত্তরের কুখ্যাত সেই রাজাকার আনােয়ার কসাই ও ভুয়া মুক্তিযােদ্ধা সায়েদারসহ তাদের সহযােগীদের নৃশংসতার কাহিনী মঙ্গলবার জনকণ্ঠে প্রকাশের পর পঞ্চগড়ে ব্যাপক তােলপাড় শুরু হয়। ত্রিশ বছরের মধ্যে এই প্রথম পঞ্চগড়ের রাজাকার বাহিনীর আসল মুখােশ জনকণ্ঠ উন্মােচন করে দেয়ায় জনকণ্ঠের এই সাহসী ভূমিকার জন্য অভিনন্দন জানিয়েছে পঞ্চগড় জেলা  মুক্তিযােদ্ধা সংসদ, মুক্তিযােদ্ধা সংহতি পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী শিল্পীগােষ্ঠীসহ স্বাধীনতার সপক্ষীয় অনেক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ। জনকণ্ঠের প্রথম পাতায় সেই রাজাকার কলামের এই প্রতিবেদনটি ছিল মঙ্গলবার টক অব দ্য টাউন। সকালে জনকণ্ঠ পঞ্চগড় পৌছার সঙ্গে সঙ্গে পাঠকদের মাঝে কাড়াকাড়ি শুরু হয়। সকাল ১১টার মধ্যে পত্রিকা শেষ হয়ে যায় । ফলে অসংখ্য মানুষ এই রিপাের্টটিকে সংগ্রহে রাখার জন্য শত শত ফটোকপি করে নেয়। ১২ জানুয়ারি এবং ৬ ফেব্রুয়ারি জনকণ্ঠে প্রকাশিত সেই রাজাকার কলামের রিপাের্ট দু’টি পঞ্চগড়ের মানুষের মধ্যে আলােড়ন সৃষ্টি করেছে। এদিকে শহীদ মাওলানা ইদ্রিস আলীর ছেলে মুক্তিযােদ্ধা আব্দুল কাদের (পৌর কমিশনার) তার বাবার হত্যাকারীদের বিরুদ্ধে আদালতে মামলা করবেন বলে জনকণ্ঠকে দেয়া সাক্ষাতকারে জানান। তিনি জনকণ্ঠে সংবাদ প্রকাশ করার জন্য জনকণ্ঠ কর্তৃপক্ষকে অভিনন্দনও জানান।

জনকণ্ঠ ॥ ০৭-০২-২০০১

সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!