মাওলানা আবুল কালাম আজাদকে এটিএন টিভি থেকে প্রত্যাহার ও অপকর্মের বিচার দাবি।
মুক্তিযুদ্ধ চলাকালে শতাধিক মানুষ হত্যা এবং শতাধিক মা-বােনের সম্ভ্রম লুটকারী মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চুকে এটিএন টিভি থেকে প্রত্যাহার এবং তার অপকর্মের বিচারের দাবি উঠেছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি গতকাল সােমবার এই দাবি উত্থাপন করেছে। সমন্বয় কমিটির আহ্বায়ক সৈয়দ হাসান ইমাম ও সদস্য সচিব অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী এক বিবৃতিতে একাত্তরের কুখ্যাত খুনী, মা-বােনের সম্ভ্রম লুটেরা মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চুর কুকীর্তি সম্পর্কে বিস্তারিত রিপাের্ট প্রকাশ করায় দৈনিক জনকণ্ঠকে অভিনন্দন জানান। বিবৃতিতে তারা কুখ্যাত খুনী বাচ্চুকে এটিএন টিভি থেকে প্রত্যাহার এবং তার সকল অপকর্মের বিচারও দাবি করেন। উল্লেখ্য, আজকের মাওলানা আবুল কালাম আজাদ একাত্তরে তিন হাজার বাড়ি লুণ্ঠন করেছে, এক হাজার ঘরবাড়ি ও দোকানে আগুন দিয়েছে, হত্যা করেছে মুক্তিপাগল শতাধিক মানুষকে এবং লুট করেছে শতাধিক মা-বােনের সম্ভ্রম । সােমবার দৈনিক জনকণ্ঠে সেই রাজাকার কলামে মাওলানা আবুল কালাম আজাদের এই সব অপকর্মের কথা বিস্তারিতভাবে প্রকাশিত হয়। -খবর বিজ্ঞপ্তির।
জনকণ্ঠ। ০৬-০২-২০০১
সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন