নােয়াপাড়ার সেই রাজাকার কমান্ডারের রিপাের্ট নিয়ে হবিগঞ্জে তােলপাড়
হবিগঞ্জ, ২ ফেব্রুয়ারি, নিজস্ব সংবাদদাতা ॥ ত্রিশ বছরের মধ্যে এই প্রথম হবিগঞ্জের মাটি ও মানুষকে আলােড়িত করে তুলেছে জনকণ্ঠের “সেই রাজাকার রিপাের্টটি। হবিগঞ্জের নােয়াপাড়ার সেই রাজাকার কমান্ডার ও সাবেক মন্ত্রী সৈয়দ মােহাম্মদ কায়সার এবং তার বাহিনীর হাতে ‘৭১-এর যুদ্ধে অসংখ্য খুন, ধর্ষণ ও লুটপাটের ঘটনা ৩০ বছরের মধ্যে এই প্রথম শুক্রবার দৈনিক জনকণ্ঠে প্রকাশিত হওয়ায় শহরময় তােলপাড় শুরু হয়েছে। তাৎক্ষণিক প্রাপ্ত খবর অনুযায়ী, শুধু হবিগঞ্জ শহরই নয়, চুনারুঘাট ও মাধবপুর উপজেলা সদরেও রিপাের্টটি বেশ আলােচনার ঝড় তুলেছে। দোকানপাট, রাস্তার মােড়, হােটেল-রেস্তরা ও বাসাবাড়িতে শুধু একই। আলােচনা-বহুদিন পর জনকণ্ঠ একটা কাজ করেছে। মুক্তিযােদ্ধা, ছাত্র-জনতা ও ব্যবসায়ীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ সাহসী উদ্যোগের জন্য জনকণ্ঠকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর পক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও জাকসুর প্রাক্তন জিএস আজিজুল হাসান চৌধুরী শাহিন এবং ইবিগঞ্জ জেলা বাসদের সমন্বয়ক নুরুল হুদা চৌধুরী শিবলী দৈনিক জনকণ্ঠে রাজাকার “কায়সার বাহিনীর অপকর্ম নিয়ে রিপাের্ট প্রকাশ হওয়ায় অভিনন্দন জানিয়ে বলেছেন, জনকণ্ঠ একটি সত্য ঘটনা তুলে ধরে নতুন প্রজন্মকে জাগিয়ে তুলেছে। বিবৃতিতে নেতৃবৃন্দ কায়সার বাহিনীর” অপকর্মই শুধু নয়, হবিগঞ্জের আনাচে-কানাচে লুকিয়ে থাকা রাজাকার ও বর্তমান সময়ের সকল দালালের মুখােশ উন্মােচন করতে জনকণ্ঠ কর্তৃপক্ষ ও হবিগঞ্জ প্রতিনিধির প্রতি আহ্বান জানান। এদিকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার পক্ষে আহ্বায়ক হারুন সিদ্দিকী অনুরূপ বক্তব্য প্রদান করে জনকণ্ঠের প্রশংসা করেছেন। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের কয়েক নেতার পক্ষ থেকে ধন্যবাদ জানানাে হয়েছে। অপরদিকে গুটিকয়েক স্বার্থান্বেষী ব্যক্তি এ রিপাের্ট প্রকাশিত হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এদিকে প্রত্যেক এজেন্টের কাছে নিয়মিত আসা প্রতিদিনের কপি ছাড়াও অতিরিক্ত পাঠানাে জনকণ্ঠের কপি দেদারছে বিক্রি হয়েছে।
জনকণ্ঠ ॥ ০৩-০২-২০০১
সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন