সেই রাজাকার ॥ ‘কাই সিরাজ’ মানিকগঞ্জে অবাঞ্ছিত ঘােষণা ॥ কুশপুত্তলিকা দাহ
মানিকগঞ্জ, ২৭ জানুয়ারি, নিজস্ব সংবাদদাতা ॥ কুখ্যাত রাজাকার কুষ্টিয়ার কাই সিরাজকে মানিকগঞ্জে অবাঞ্ছিত ঘােষণা করা হয়েছে। ‘৭১-এর বাঙালী হত্যা, নির্যাতন, ধর্ষণ ও লুণ্ঠনের সাথে জড়িত এই রাজাকার লেবাস পাল্টিয়ে এখন মানিকগঞ্জেই ঘাঁটি গেড়েছে। দৈনিক জনকণ্ঠে তার স্বরূপ উন্মােচিত হওয়ার পর ঘৃণার ঝড় উঠেছে। শনিবার দুপুরে ছাত্র-যুবকদের একটি বিক্ষোভ মিছিল মানিকগঞ্জ শহর প্রদক্ষিণ করার পর প্রেসক্লাবের সামনে কাই সিরাজের কুশপুত্তলিকা পােড়ানাে হয়। সমাবেশ থেকে মানিকগঞ্জে ‘কাই সিরাজের প্রবেশ নিষিদ্ধ ঘােষণা করা হয়। এক সময়ের সামান্য কাঠ বিক্রেতা সিরাজের পরিবার এখন ঢাকার সােনারগাঁও রােডের নাহার প্লাজা মার্কেট, হােটেল স্কাই গার্ডেন, আরিফ গার্মেন্টস, মানিকগঞ্জ বিসিকের নাহার ফুড প্রডাক্টস, নাহার গার্ডেনসহ দশ বারােটি প্রতিষ্ঠানের মালিক। ধারণা করা হয়, এই রাজাকারের পরিবার বর্তমানে কমপক্ষে দু’শ’ কোটি টাকার সম্পত্তির মালিক। ‘কাই সিরাজ’ নিজ গ্রামের বাড়ি খােকসায় যেতে না পেরে পরিচয় গােপন রেখে মানিকগঞ্জে ঘাঁটি গেড়েছে প্রায় পচিশ বছর। মানিকগঞ্জের সাটুরিয়ার কামতা গ্রামে বিশাল জমি কিনে গড়ে তােলে নাহার গার্ডেন’।
পােল্টি, ডেইরি, ফিশারি, নার্সারির মতাে ব্যবসা দেখিয়ে নিজের কুকীর্তি আড়াল করে রাখে। বর্তমানে নাহার গার্ডেন পিকনিক স্পট হিসাবেও ভাড়া খাটানাে হচ্ছে। আস্তে আস্তে বিভিন্ন নামে তার ব্যবসার প্রসার ঘটতে থাকে। এত অল্প সময়ে এত বিত্তবৈভবের মালিক কিভাবে হলাে তা গবেষণার বিষয়। ধারণা করা হচ্ছে, ‘৭১-এ লুণ্ঠনের টাকা পয়সা সে আস্তে আস্তে বৈধ করে নিচ্ছে। খবর নিয়ে জানা গেছে, কুখ্যাত রাজাকার সিরাজুল ইসলাম ওরফে কাই সিরাজ নাকি এখন খুবই অসুস্থ। কিছুদিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডায়বেটিসসহ বিভিন্ন জটিল রােগে ভুগছে বলে তার এক ছেলে টেলিফোনে জানিয়েছে। তবে এ ছাড়া আর কোন বিষয়ে ঐ ছেলে কথা বলতে রাজি হয়নি। এদিকে আজকের সমাবেশ থেকে কাই সিরাজকে যেমন অবাঞ্ছিত ঘােষণা করা হয়েছে, তেমনই তার ছেলেমেয়েদের উদ্দেশে বলা হয়েছে তারা যদি বাবার অপরাধ স্বীকার করে ক্ষমা না চায় তা হলে তাদেরও মানিকগঞ্জে ঢুকতে দেয়া হবে না। মানিকগঞ্জে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলাে বন্ধ করে দেয়া হবে। সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল, ছাত্রলীগ নেতা কনক রাজা, বাবু, সােহাগ, ফারুক প্রমুখ।
জনকণ্ঠ ॥ ২৮-০১-২০০১
সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন