You dont have javascript enabled! Please enable it!

কলাপাড়ার সেই রাজাকার তালেবুর গা-ঢাকা দিয়েছে

কলাপাড়া, ২৯ জানুয়ারি, নিজস্ব সংবাদদাতা ॥ সেই রাজাকার তালেবুর রহমান গাঢাকা দিয়েছে। ১৪ জানুয়ারি দৈনিক জনকণ্ঠের প্রথম পৃষ্ঠায় সেই রাজাকার’ কলামে তালেবুর এখন কলাপাড়া বিএনপির আহ্বায়ক শীর্ষক খবর প্রকাশে তার অপকর্ম ফাস। হয়ে যায়। ঐদিনই তালেবুরের বিরুদ্ধে কলাপাড়া ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা হয়। এর পর থেকে গা-ঢাকা দেয় তালেবুর। মামলা দায়েরের পর দু’একদিন তাকে কলাপাড়া শহরে দেখা গেলেও এর পর থেকে সে লাপাত্তা। শহীদ মিনার ভাঙ্গার নেতৃত্ব দেয়ার অপরাধে মামলা দায়েরের পর মুক্তিযােদ্ধা সংসদের স্থানীয় নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনগুলাে নিন্দা, বিক্ষোভ, সমাবেশ এমনকি তালেবুরকে গ্রেফতারের দাবিতে কলাপাড়া থানায় স্মারকলিপি দেয়। কিন্তু পুলিশী ভূমিকাও রহস্যজনক এতদিনেও তাকে গ্রেফতার করতে না পারায়। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের সংগঠনের নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন এছাড়া বিএনপির মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থিত অংশটিও রাজাকার তালেবুরকে আহ্বায়ক করায়। তারা হতবাক বনে গেছে। তারা তালেবুরের নেতৃত্ব প্রত্যাখ্যান করেছে এবং এ কমিটিকে অবৈধ দাবি করে কলাপাড়া উপজেলা কৃষকল আহ্বায়ক আবদুল লতিফ শিকদার পটুয়াখালী আদালতে একটি মামলাও করেছে। বর্তমানে কলাপাড়ায় মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনের লােকজনের একটাই প্রশ্ন- তালেবুর কোথায়? কেনইবা। তাকে গ্রেফতার করা হয়নি। পুলিশের ভূমিকা নিয়েও মানুষ প্রশ্ন করছে।

জনকণ্ঠ ॥ ৩০-০১-২০০১

সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!