আদম শফিউল্লা কুমিল্লায় অবাঞ্ছিত ঘােষণা বিশেষ ট্রাইব্যুনালে বিচার দাবি
কুমিল্লা, ২৯ জানুয়ারি, সংবাদদাতা ॥ কুমিল্লার লাকসামের বরলের কুখ্যাত রাজাকার, মুক্তিযােদ্ধা হত্যাকারী, নারী সরবরাহকারী আদম শফিউল্লা ওরফে মুহাম্মদ জাকারিয়ার বিরুদ্ধে ক্ষোভ দানা বেঁধে উঠছে। কুমিল্লা জেলা মুক্তিযােদ্ধা সংসদ সােমবার এই কুখ্যাত রাজাকারকে কুমিল্লায় অবাঞ্ছিত ঘােষণা করেছে। সেই সঙ্গে শহরের লাকসাম রােডে বসবাসকারী মুক্তিযুদ্ধের সময় লুটপাট করে বহু অর্থবিত্তের মালিক, পত্রিকার সম্পাদক, এফিডেভিটের মাধ্যমে নাম পরিবর্তন করে নিজেকে আড়ালের অপচেষ্টাকারী খুনী আদম শফিউল্লা ওরফে মুহাম্মদ জাকারিয়ার বিশেষ ট্রাইব্যুনালে বিচার করে ফাঁসির দাবি জানিয়েছে।
কুমিল্লা জেলা মুক্তিযােদ্ধা সংসদের কমান্ডার বিশিষ্ট মুক্তিযােদ্ধা শফিউল আহমেদ বাবুল জানিয়েছেন, আগামী শনিবার সকাল ১১টায় রাজাকার জাকারিয়ার বিচারের দাবিতে মুক্তিযােদ্ধাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। মিছিল ও সমাবেশে লাকসামের মুক্তিযােদ্ধারাও অংশ নেবেন। সংসদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা মুক্তিযােদ্ধা সংসদ এক বিজ্ঞপ্তিতে ‘৭১-এ রাজাকার জাকারিয়ার নৃশংসতা তুলে ধরায় জনকণ্ঠ ও প্রতিবেদককে অভিনন্দন ও ধন্যবাদ জানান। উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি দৈনিক জনকণ্ঠে ‘সেই রাজাকার। লাকসামের মুক্তিযােদ্ধা হত্যাকারী আদম শফিউল্লা এখন বিশিষ্ট শিল্পপতি’ শিরােনামে এক প্রতিবেদনে শফিউল্লার নৃশংসতা ও বর্বরতার কাহিনী তুলে ধরা হয়। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর কুমিল্লা ও লাকসামে ব্যাপক তােলপাড়ের সৃষ্টি হয়। জনকণ্ঠের ফটোকপি বিক্রি হয় বিভিন্ন স্থানে। এখনও লাকসামের অনেক ফটোস্ট্যাট দোকানে প্রতিবেদনটির ফটো কপি বিক্রি হচ্ছে।
জনকণ্ঠ ॥ ৩০-০১-২০০১
সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন