You dont have javascript enabled! Please enable it!

সেই রাজাকার ॥ কুমিল্লায় ২৬ মার্চ গণআদালতে বিচার হবে আদম শফিউল্লার

কুমিল্লা, ২৮ জানুয়ারি, সংবাদদাতা ॥ কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন কুমিল্লার লাকসামের কুখ্যাত রাজাকার আদম শফিউল্লা ওরফে মুহাম্মদ জাকারিয়াকে সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করতে কুমিল্লাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কুমিল্লায় গণআদালতের মাধ্যমে আদম শফিউল্লাসহ কুমিল্লার কুখ্যাত রাজাকার, আলবদর, আলশামসদের বিচার করার কর্মসূচী নিয়েছে মুক্তিযােদ্ধা ছাত্র কমান্ড, কুমিল্লা জেলা শাখা। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন এক যুক্ত বিবৃতিতে অবিলম্বে শিল্পপতির লেবাস ধারণকারী এবং গােপনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এই আদম শফিউল্লা ওরফে মুহাম্মদ জাকারিয়ার বিশাল বিত্তবৈভবের উৎস এবং আনসার ও ভিডিপির পিআরও হিসাবে নিযুক্ত থেকে কোন কাজ না করে মাসে মাসে বেতন নিচ্ছে কিভাবে–তা অবিলম্বে তদন্ত করার দাবি জানিয়েছে।

সেই সঙ্গে কুখ্যাত রাজাকার, নারী সরবরাহকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বিবৃতিদানকারীরা হলেন মুক্তিযােদ্ধা ছাত্র কমান্ড কুমিল্লা জেলা শাখার সভাপতি খায়রুল আজিম শিমুল, বিএমএ কুমিল্লার সভাপতি ডা. মােসলেহ উদ্দিন আহমেদ, অগ্রসর কুমিল্লার সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান, কুমিল্লা আইন কলেজের সাবেক ভিপি ইকবাল কবীর, সাবেক জিএস শহিদুল হক স্বপন, জাপানের বাংলা পত্রিকা মানচিত্রের সম্পাদক প্রবীর বিকাশ সরকার, লিংক বাংলার সম্পাদক মঞ্জুরুল আজিম পলাশ, যুব পরিষদ সভাপতি ও বিসিবির সদস্য বদরুল হুদা জেনু, অধুনা গ্রাম থিয়েটারের চন্দন। দাস, পথিকৃৎ সমাজকল্যাণ সংস্থার সভাপতি ডা, আনােয়ার হােসেন, অরনি সাংস্কৃতিক সংসদের সংগঠক মাহফুজ প্রমুখ। জনকণ্ঠ ॥ ২৯-০১-২০০১

সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!