সেই রাজাকার ॥ সাভারের কোটিপতি মনছুরের কুকীর্তি ফাস হওয়ার পর বিলাসবহুল বাড়িতে হামলা ভাংচুর বিক্ষোভ
সাভার, ৯ জানুয়ারি, নিজস্ব সংবাদদাতা ॥ একাত্তরের ঘাতক, খুন, ধর্ষণ, লুটসহ বহু অপকর্মের নায়ক রাজাকার কমান্ডার সাভারের কোটিপতি মনছুরের কুকীর্তি ফাস হওয়ার পর বিক্ষুব্ধ জনতা সাভারে তার বিলাসবহুল বাড়িতে হামলা ও ভাংচুর করেছে। সাভার থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের শত শত নেতা ও কর্মী মুখে কালাে কাপড় বেঁধে মিছিল ও সমাবেশ করেছে। রাজাকার মনছুরের কুশপুত্তলিকা হাতে নিয়ে স্বাধীনতার পক্ষের শক্তির লােকজন হাতে ঝাড় ও গজারির লাঠি নিয়ে রাজপথে নেমে পড়ে। তার শাস্তির দাবিতে এবং বিপুল পরিমাণ সম্পত্তির হিসাব ও আয়ের উৎস তদন্ত করার দাবিতে মিছিল শেষে মনছুরের কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিন সকালেই বাড়ি বন্ধ করে সপরিবারে সে আত্মগােপন করে। দৈনিক জনকণ্ঠে ‘সেই রাজাকার’ কলামে রাজাকার কমান্ডার আবুল কালাম মনছুরের ‘৭১-এর ধর্ষণ, খুন, লুটসহ বিভিন্ন অপকর্মের সংবাদ ছাপা হলে সাভারে তােলপাড় শুরু হয়। সাভারে সাধারণ মানুষ আত্মগােপনকারী মনছুর রাজাকারের অজানা কুকীর্তির কথা জানতে পেরে ধিক্কার দিতে থাকে।
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিভিন্ন সামাজিকরাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করে। সর্বত্র তার বিপুল পরিমাণ সম্পত্তি ও অর্থলাভের তদন্তের দাবি ওঠে। দুপুর আড়াইটার দিকে সাভারের বিক্ষুব্ধ শত শত জনতা মুখে কালাে কাপড় বেঁধে রাস্তায় নামে। সাভার বাজার রােডস্থ তার। বিলাসবহুল বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন এবং বাড়ি ঘেরাও করে। উত্তেজিত জনতা মনছুরের সিরামিকখচিত বিলাসবহুল বাড়ির মূল ফটক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ও দরজা ভাংচুর করে। মূল ফটকের ওপর দু’টি বড় বাতি ভেঙ্গে গুড়াে করে ফেলে। বাড়ির ছাদের কার্নিশে থাকা ফুলগাছ ও টবগুলাে গুড়িয়ে দেয়। এ সময় রাজাকার মনছুর ও তার পরিবারের কোন সদস্য বাড়িতে ছিল না। সকালে জনকণ্ঠে সংবাদ প্রকাশ হওয়ায় মনছুর অন্যত্র সরে যায় এবং আত্মগােপন করে। এদিকে বিকাল সাড়ে তিনটার দিকে সাভার থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ঝাড় ও গজারির লাঠি হাতে নিয়ে মিছিলসহকারে ঢাকা-আরিচা মহাসড়কে নেমে পড়ে। মনছুর তুই রাজাকার এই মুহূর্তে সাভার ছাড়’, ‘সাভারের মাটিতে মনছুরের ঠাই নেই’ স্লোগান দিয়ে ঢাকা-আরিচা সড়কে বিক্ষোভ করে। বিক্ষোভ মিছিল শেষে রাজাকার মনছুর মার্কেটের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সাভার থানা আওয়ামী লীগ সভাপতি আহসান হাবিব, যুবলীগ নেতা আবু নাসিম, মােহাম্মদ পাবেল, ছাত্রলীগ নেতা ফকরুল আলম সমর, রফিকুল ইসলাম হিল্টন বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা রাজাকার মনছুরের ফাসির দাবি করে।
জনকণ্ঠ ॥ ১০-০১-২০০১
সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন