You dont have javascript enabled! Please enable it!

বরিশালে তীব্র প্রতিক্রিয়া সর্ষিনার পীরকে দেয়া স্বাধীনতা পদক প্রত্যাহার দাবি

স্টাফ রিপাের্টার, বরিশাল ॥ দৈনিক জনকণ্ঠে ‘সেই রাজাকার’ সিরিজে ‘দু’বার স্বাধীনতা পদক পেয়েছেন তিনি!’ শীর্ষক সংবাদ প্রকাশের পর বরিশালে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংগঠন ও মুক্তিযােদ্ধারা অবিলম্বে সর্ষিনার পীরকে প্রদত্ত ১৯৮০ ও ‘৮৫ সালের স্বাধীনতা দিবস পদক প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এ সংবাদটি প্রকাশের পর অনেকেই বিস্মিত হয়েছেন। সংবাদটি আসলেই সত্যি কিনা খতিয়ে দেখার জন্য এ প্রতিবেদককে বহু পাঠক ফোন করেন। বরিশাল জেলা মুক্তিযােদ্ধা সংসদের কমান্ডার শেখ কুতুবউদ্দিন আহমেদ এক বিবৃতিতে স্বাধীনতার ঘৃণ্য শক্র সর্ষিনার পীরকে দেয়া স্বাধীনতা দিবস পদক দু’টি প্রত্যাহারের দাবি জানান। বিবৃতিতে বলেন, স্বাধীনতা দিবস পদক দু’টি প্রত্যাহার করা না হলে লাখাে শহীদের আত্মদান ব্যর্থতায় পর্যবসিত হবে। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি মানবেন্দ্র বটব্যাল, মুক্তিযােদ্ধা এনায়েত হােসেন চৌধুরী, প্রবীণ নাগরিক, ভাষাসৈনিক মােশাররফ হােসেন নান্ন, সিপিবি, জাসদ, ছাত্রলীগ (চু-ক) নারী অধিকার কর্মী নিগার সুলতানা, হনুফা, চারুকলা বিদ্যালয়, শব্দাবলী গ্রুপ থিয়েটার, জাতীয় কবিতা পরিষদ একই দাবিতে বিবৃতি দেয়।

জনকণ্ঠ ॥ ১৯-১২-২০০০

সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!