রাজাকার সাদ আহমদের মামলা চেষ্টা কুষ্টিয়ায় টক অব দ্য টাউন’
কুষ্টিয়া, ২৬ জানুয়ারি, নিজস্ব সংবাদদাতা ॥ দৈনিক জনকণ্ঠের বিরুদ্ধে আদালতে। মামলা দায়েরের চেষ্টাকালে বৃহত্তর কুষ্টিয়ার পিস কমিটির কুখ্যাত চেয়ারম্যান আলােচিত সেই রাজাকার এ্যাডভােকেট সাদ আহমদের পক্ষের আইনজীবী ও স্বাধীনতার সপক্ষের আইনজীবীদের মধ্যকার সৃষ্ট ঘটনার সংবাদটি শুক্রবার ছিল কুষ্টিয়ার টক অব দ্য টাউন’। শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনেও শহরের বিভিন্ন চা স্টলে, মমাড়ে মােড়ে ও বিভিন্ন আড্ডায় সাদ আহমদ ও জনকণ্ঠের বিষয়টি ছিল আলােচনার কেন্দ্রবিন্দু। এ কারণে সকাল ১০টার মধ্যেই পত্রিকার স্টলগুলােতে দৈনিক জনকণ্ঠসহ জাতীয় পত্রিকাগুলাে নিঃশেষ হয়ে যায়। প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি দৈনিক জনকণ্ঠের সেই রাজাকার’ কলামে একাত্তরের কুখ্যাত পিস কমিটি চেয়ারম্যান ও রাজাকার সাদ আহমদ। সম্পর্কে একটি রিপাের্ট প্রকাশিত হয়।
এর পরিপ্রেক্ষিতে জনকণ্ঠের বিরুদ্ধে এ্যাডভােকেট সাদ আহমদ মামলা করবে—এ বিষয়ে আদালতে আইনজীবীদের মধ্যে বেশ কিছুদিন ধরেই চলছিল চাপা গুঞ্জন। অবশেষে বৃহস্পতিবার সাদ আহমদ দৈনিক জনকণ্ঠের সম্পাদক মােহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ, উপদেষ্টা সম্পাদক তােয়াব খান ও নির্বাহী সম্পাদক বােরহান আহমেদকে আসামী করে কুষ্টিয়ার ২নং আমলী আদালতে নালিশী। দরখাস্ত দাখিল করে। এ সময় সে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে ২০০ ধারায় তার জবানবন্দী প্রদানকালে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিপক্ষে আপত্তিকর, অসত্য বক্তব্য শুরু করে। এতে উপস্থিত স্বাধীনতার সপক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে এজলাস প্রাঙ্গণে দু’পক্ষের আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডা ও তুমুল হট্টগােল বাঁধে। রাজাকার সাদ আহমদকে অবাঞ্ছিত ঘােষণা। কুষ্টিয়া মুক্তিযােদ্ধা সমন্বয় কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা শুক্রবার সকালে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন। এ্যাডভােকেট আবদুল জলিল। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত এনে ‘৭১-এর ঘাতক বৃহত্তর কুষ্টিয়া জেলার পিস কমিটির চেয়ারম্যান এ্যাডভােকেট সাদ আহমদকে অবাঞ্ছিত ঘােষণা করা হয়। সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন নাছিমউদ্দিন আহমেদ, আলহাজ মওলানা আব্দুস সামাদ খান ও শেখ আশরাফ উদ্দিন আনারুল।
জনকণ্ঠ ॥ ২৭-০১-২০০১
সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন