You dont have javascript enabled! Please enable it!

খুলনা জেলার পিস কমিটিতে যারা ছিল ও ৮০ জন রাজাকার

জনকণ্ঠ রিপাের্ট ॥ একাত্তরে হানাদার পাক বাহিনীর আত্মসমর্পণের পর তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামসসহ শান্তি কমিটির দালালরা তাদের দাসত্বের প্রমাণাদি সংবলিত কাগজপত্র সরিয়ে ফেলার অপপ্রয়াস চালায়। কিছু কিছু কাগজপত্র স্বাধীনতার পক্ষের শক্তির হস্তগত হয়। তেমনই কিছু দলিল পাওয়া গেছে যাতে খুলনা জেলার পিস কমিটি ও রাজাকারদের। ১৩৩ জনের নাম পাওয়া গেছে। এর মধ্যে একটি দলিল হচ্ছে খুলনার কেন্দ্রীয় পিস। কমিটির এক জরুরী সভার। কমিটির সদস্য ছিল ৫৩ জন। সভাটি ডাকে কমিটির সাধারণ সম্পাদক। স্বাক্ষর অস্পষ্ট। কমিটির এক নম্বর সদস্য ছিল মওলানা একেএম ইউসুফ জামায়াতে ইসলামীর নেতা। এই ইউসুফ একাত্তরের তথাকথিত মালিক মন্ত্রিসভার সদস্য ছিল। বাকি সদস্যরা হচ্ছে- হাকিম আবদুল করিম খান ফারুকী, আলহাজ আবদুল আহাদ। খান, শামসুর রহমান, আসগর ইমাম মল্লিক, আলহাজ আহমদ আলী কয়লাঘাটা, এ ওয়াই আহমদ আলী, এম ফেরদৌসী, এএফএম আবদুল জলিল, সৈয়দ এমলাক আলী, এসএসএ মুত্তালিব, এসএম আমজাদ হােসেন, এবিএম আসগর আলী, আতাউল্লাহ, মুহাম্মদ আলী, তৈয়বুর রহমান, আবদুল হামিদ, এএইচ দেলদার আহমদ, নাজির আহমদ, মােঃ সেলিম, মােঃ একরাম, জিল্লুর রহমান, এমএস ওয়াসী, আর ইসলাম, আলহাজ গােলাম নবী, ডাঃ মাহতাবউদ্দিন, শাহ মােঃ মতিউল্লাহ, এজেডএম দেলওয়ার হােসেন, কাজী মনসুর আলী, আফতাবউদ্দিন আহমদ, আবু বকর বিশ্বাস, শেখ শফিউদ্দিন, এ মজিদ, মােহাম্মদ তাহের, সৈয়দ মহিউদ্দিন, মােঃ শাবির, মােজাহারুল ইসলাম, সেরাজুল ইসলাম, কেএইচএম জায়েদুল হক, শেখ রফিউদ্দিন, শেখ মনরূল ইসলাম, অঞ্জন আহমদ খান, জোয়াদ আহমদ মুফতি, আজিমুদ্দিন, আর এ খান, করিমুল্লাহ, মােঃ আনসারী, শেখ এ ওহাব, প্রফেসর শাহ ইয়ালা ভাইয়া, মােঃ আকবর আলী, মােমতাজ আলী খান, আবুল হােসেন ও মােঃ ইসমাইল জামাল। খুলনা থানার রাজাকারদের ৮০ জনের একটি তালিকাও পাওয়া গেছে। এটি হচ্ছে চতুর্থ। ব্যাচের, যাতে বােঝা যায়, এর আগে আরও তিনটি ব্যাচ ছিল।

তালিকাটিতে পিতার নামসহ ঠিকানাও রয়েছে। নিচে পূর্ণ ঠিকানাসহ তালিকাটি দেয়া হলাে- ১) খান আহসানুর রহমান, পিতা-খান মােবারক আলী, সেমেটারি রােড। ২) মােঃ ইসাহাক, পিতা-মৃত হাশেম আলী, টুটপাড়া। ৩) কাজী এ হাকিম, পিতা-মৃত ইয়াসিন মিয়া, দাদা ম্যাচ ফ্যাক্টরী । ৪) কাজী মাহবুবুর রহমান, পিতা-মৃত শফিউদ্দিন, ঐ। ৫) মওলানা এমদাদুল হক, পিতা-মৃত মৌলভী রহিমুদ্দিন, মালিয়াখালি। ৬) কে আজমল হােসেন, পিতা মৃত-কে, মফিজুদ্দিন, ঐ। ৭) আবদুস সাত্তার, পিতা-মৃত এহসানউদ্দিন, পিএমসি। ৮) আকমল খান, পিতা-মৃত রঙ্গু খান, ঐ। ৯) আবদুল মজিদ, পিতা- রুহুলউদ্দিন হাওলাদার, দাদা ম্যাচ ফ্যাক্টরী । ১০) সৈয়দ আহমদ আলী, পিতা-সৈয়দ খায়রুল আলী, খাজাডাঙ্গা। ১১) সৈয়দ শাহজাহান, সৈয়দ মােহর আলী, এ। ১২) মােঃ মনিরুদ্দিন, পিতা-ইদরীস আলী, ঐ । ১৩) মােঃ বেলায়েত আলী, পিতা সরমন শেখ, ঐ। ১৪) মােঃ শহর আলী, পিতা- আবদুল গনি, ঐ। ১৫) মােসলেম আলী, পিতা-আবেদ আলী, ঐ। ১৬) আবদুস সালাম, ওয়াজেদ আলী, ঐ। ১৭) মােঃ নূর মােহাম্মদ, পিতা-মৃত কেনাই,ঐ। ১৮) সােলায়মান, পিতা- আবদুর রহিম, ঐ।১৯) আবদুল মজিদ, পিতা- মৃত আবুল হাশেম, ঐ। ২০) মােঃ মতিউর রহমান, পিতানাজির আলী খান, খান জাহান আলী রােড। ২১) মােঃ আশরাফউদ্দিন, পিতা-মােঃ এ খালেক, ঐ। ২২) মােঃ সিদ্দিক জামাল, পিতা-মৌলভী মােঃ ইসাহাক, ঐ। ২৩) মােঃ বাশারত হােসেন, পিতা- কেরামতউল্লাহ, ঐ। ২৪) আফতাবউদ্দিন, পিতা-মৃত আবদুর রহমান, টুটপাড়া। ২৫) জহুরুল হক, পিতা-মৃত মােদাচ্ছের আলী , ঐ। ২৬) আবদুস সালাম, পিতা-আবদুল শরীফ, আলতাফুল লেন। ২৭) শওকত হােসেন, পিতা-মােঃ কেরামতউল্লাহ, ঐ। ২৮) আলা আহমদ মােল্লা , পিতা-সৈয়দুর রহমান, খানজাহান আলী রােড। ২৯) আনােয়ারুল হক, পিতা- মৌলভী আজিজুর রহমান, আলতাফুল লেন। ৩০) শাজাহান খান, পিতা-ইসমাইল খান, দাদা ম্যাচ ফ্যাক্টরী । ৩১) এজাহার আলী, পিতা-জয়নাল আবেদীন, ঐ । ৩২) নূর মােহাম্মদ, পিতা-মৃত আদিলউদ্দিন, ঐ। ৩৩) মাহতাবউদ্দিন, পিতা-জজ আলী হাওলাদার, পিএমসি। ৩৪) মােখতার হােসেন, | পিতা-আজমত আলী খান, ঐ। ৩৫) এ রশিদ, পিতা-নেহালউদ্দিন হাওলাদার, ঐ। ৩৬) এ মজিদ, পিতা-কাজী এস এ সামাদ, ঐ। ৩৭) এ আহাদ, পিতা-আলী আহমদ, ঐ। ৩৮) হাশেম শেখ, পিতা-মৃত কালু শেখ, খাজাডাঙ্গা। ৩৯) ফাজেল আহমদ, পিতা-শেখ খিজির আলী, ঐ। ৪০) আফসারউদ্দিন , পিতা-এহরার উদ্দিন শেখ, সামন্তসেনা। ৪১)..এ রহমান, পিতা-এ হামিদ, রামনগর। ৪২) মােহাম্মদ আলী, পিতাএ ওয়াহেদ মুন্সী। ৪৩) মােঃ শরীফ, পিতা-মুনসুর আলী, ইকবাল নগর। ৪৪) জরজিউল ইসলাম, পিতা-দুদু মিয়া,ঐ। ৪৫) আবদুল জালাল, পিতা-এ মালেক,ঐ। ৪৬) আবুল হােসেন, পিতা-এ রফিজউদ্দিন, ঐ। ৪৭) এ গফুর শেখ, পিতাশরীয়তউল্লাহ, ঐ। ৪৮) এ মালেক, পিতা-মােঃ ওয়াহেদ আলী, ঐ। ৪৯) হারুনুর , রশিদ, পিতা-আহাদ আলী শেখ, ঐ। ৫০) আফসারউদ্দিন আহমদ, পিতা-এ তফিলউদ্দিন, ঐ। ৫১) জাফর আলম, পিতা-মৌলভী শামসুল আলম, বানিয়াখামার। ৫২) ফেরদৌস খান, পিতা-আবু বকর খান, সােনাডাঙ্গা। ৫৩) আজিজুর রহমান, পিতা-লুতফর রহমান, চরগাতি। ৫৪) সালাউদ্দিন, পিতা-শেখ নিজামুদ্দিন, বেনিধামসা। ৫৫) আবদুল হাকিম, পিতা-এম এ মালেক, ঐ। ৫৬) একরাম হােসেন, পিতা-মৃত এ খালেক, বানিয়াখামার। ৫৭) রহমত মিয়া, পিতা-দুখু মিয়া, সােনাডাঙ্গা। ৫৮) কাজী এ মান্নান, পিতা-কে এ হাকিম, ঐ।

৫৯) মােঃ আলী আকবর খান, পিতারমজান আলী খান, ঐ। ৬০) মােঃ রুস্তম আলী, পিতা-নূর আলী খান, ঐ। ৬১) শেখ এ আজিজ, পিতা-শেখ মনতাজ আলী, ঐ। ৬২) শেখ গােলাম রব্বানী, পিতা-শেখ এ আজিজ, ঐ। ৬৩) মােঃ এ বাশার, পিতা-মােসলেম আলী, ঐ। ৬৪) মােঃ হাবিবুল্লাহ,  পিতা-আতাউর রহমান, টুটপাড়া। ৬৫) মােঃ এ রশিদ, পিতা- এরফান আলী, ঐ। ৬৬) মােকসেদুর রহমান, পিতা-শেখ হাতেম আলী, ঐ। ৬৭) সিদ্দিকুর রহমান, পিতামােঃ মােহাব্বত আলী, ঐ। ৬৮) মােঃ আনােয়ারউদ্দিন, পিতা-এ জাব্বার, বসুপাড়া। ৬৯) মােঃ এ হাশমত, পিতা-এ হাফিজ, ঐ। ৭০) মােঃ ফারুক হােসেন, পিতা-হাফিজ। সুলতান, ঐ। ৭১) মােঃ ফজলুল হক, পিতা-জোবেদ আলী, টুটপাড়া। ৭২) মােঃ এ খালেক, পিতা-মৃত আহমদ আলী, ঐ। ৭৩) মােঃ শাজাহান খান, পিতা-মােকসেদ আলী। খান, খান জাহান আলী রােড। ৭৪) মােঃ মনিরুল ইসলাম, পিতা-মাহতাবউদ্দিন, বানরগাতি। ৭৫) মােঃ নাসের আহমদ, পিতা-জোবেদ আলী, ঐ। ৭৬) কাজী আনােয়ারুল ইসলাম, পিতা-মাহতাব হােসেন, ঐ। ৭৭) মােঃ তাহেরুল হক, পিতাআনিসুদ্দিন, ঐ। ৭৮) মােঃ জাফর সিদ্দিক, পিতা-ডা: আকিজউদ্দিন, হাজী মােহসীন রােড। ৭৯) মােঃ সৈয়দ ইসাহাক আলী, পিতা-সৈয়দ হাসান আলী, ঐ। ৮০) মােঃ আবদুস সামাদ, পিতা-জালালউদ্দিন আহমদ, আলিয়া মাদ্রাসা।

জনকণ্ঠ ॥ ২৫-০২-২০০১

সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!