You dont have javascript enabled! Please enable it! 1971.11.22 | ব্রাহ্মণবাড়িয়া ও যশোরে লেঃ জেনারেল নিয়াজি - সংগ্রামের নোটবুক

২২ নভেম্বর ১৯৭১ঃ ব্রাহ্মণবাড়িয়া ও যশোরে লেঃ জেনারেল নিয়াজি

ইস্টার্ন কমান্ডের কম্যান্ডার ও খ অঞ্চলের সামরিক আইন প্রশাসক লেঃ জেনারেল নিয়াজি ব্রাহ্মণবাড়িয়া সফর করেন। তিনি সেখানে পোছলে ১৪ ডিভিশন প্রধান মেজর জেনারেল কাজী স্বাগত জানান। নিয়াজিকে জিওসি জানান তাহার অধিক্ষেত্রে সকল ভারতীয় আক্রমন প্রতিহত করা হয়েছে এবং পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে। তিনি তার অধিক্ষেত্রের কিছু বীরত্বপূর্ণ ঘটনার বর্ণনা করেন এবং কতক বীর সেনাদের নিয়াজির সাথে পরিচয় করে দেন। নিয়াজি তাদের সাথে কিছুক্ষন কথা বলেন।
পরে নিয়াজি কতক বিদেশী সাংবাদিক নিয়ে যশোর অঞ্চলের জিওসিকে সাথে নিয়ে যশোর গমন করেন। তিনি যশোরে এক বিরাট জনসভায় ভাষণ দেন। জনসভায় উপস্থিত সদস্যগন ভারতীয় হামলা প্রতিহত করনে সেনাবাহিনীর প্রতি পূর্ণ সমর্থন জানান। জনগন বিপুল সংখ্যক জাতীয় পতাকা এবং দেশাত্মবোধক লেখা সম্বলিত ব্যানার বহন করে। এদের মধ্যে বাংলা ইংরেজি উর্দু ভাষায় লেখা ছিল ভারতকে খতম কর, রক্ত দিয়ে আমরা জাতীয় সংহতি রক্ষা করব, আমরা আমাদের বীর সশস্র বাহিনীকে সালাম জানাই। নিয়াজি এদিন বিদেশী সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন। (ভিডিও দ্রষ্টব্য)
ভারতীয় সেনাবাহিনী ভারতের জলসীমায় গানবোটের গোলাবর্ষণে পূর্ব পাকিস্তানে গমনের পথে খাদ্যবাহী গ্রীক জাহাজ ক্রিসু ভলেণ্ড ডুবিয়ে দিয়েছে।
প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সকালে শিয়ালকোটের প্রতিরক্ষা অবস্থান সমুহ পরিদর্শন করেন। এসময় তার সাথে সেনা প্রধান জেনারেল আব্দুল হামিদ ছিলেন। সেখানে তিনি বলেন পাকিস্তান কোন অবস্থায় যুদ্ধ চায় না যুদ্ধ চাপিয়ে দেয়া হলে হামলাকারীদের খতম করা হবে।
যুক্তরাষ্ট্রে মার্কিন রাষ্ট্রদূত লেঃ জেনারেল অবঃ মোহাম্মদ রাজা ওয়াশিংটনে সাংবাদিক সম্মেলনে বলেন ভারত কোন ঘোষণা ছাড়াই পাকিস্তানের পূর্ব ফ্রন্টের ৪ টি ফ্রন্ট খুলে যুদ্ধ শুরু করে দিয়েছে তিনি যুদ্ধে অংশগ্রহন কারী ৪ টি ডিভিশনের নাম উল্লেখ করে বলেন এ হামলায় তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন পাকিস্তান বাহিনী তাদের প্রতিরোধ করছে তারা এখনও যুদ্ধে লিপ্ত হয়নি। অপর দিকে ওয়াশিংটনে ভারতের উপ রাষ্ট্রদূত রাসগত্রা আরেক সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন। তিনি বলেন ভারত যুদ্ধ করছে না পাকিস্তানী বাহিনীর হামলার জবাব দিচ্ছে।