You dont have javascript enabled! Please enable it! 1971.11.22 | আইন শৃঙ্খলা পরিস্থিতি- নারায়ণগঞ্জের জুট মার্কেটিং কোম্পানির গুদামে বোমা বিস্ফোরণ - সংগ্রামের নোটবুক

২২ নভেম্বর ১৯৭১ঃ আইন শৃঙ্খলা পরিস্থিতি

নারায়ণগঞ্জের জুট মার্কেটিং কোম্পানির গুদামে বোমা বিস্ফোরণ ঘটে। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ রাস্তার মাঝামাঝিতে কিল্লারপুলে বোমা বিস্ফোরণ ঘটেছে। ঈদের নামাজের সময় সোনাকান্দায় একজন শান্তি কমিটি সদস্যকে অপহরনের চেষ্টার ঘটনা ঘটেছে। ঢাকার বনগ্রাম রোডে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। গুলশানে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। বুলেটের আঘাতে আহত এক রাজাকারকে কালিয়াকৈর থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন ঘটনায় ৬ জন নিহত ১৭ জন আহত হয়েছে। ২ জন মারা যায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাকীরা সবাই গুলিবিদ্ধ হয়ে। ফতুল্লায় মর্টারের গোলায় এক মেয়ে শিশু নিহত হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারনে শহরের ভিতর এবং শহরতলীতে রাজাকার তল্লাশি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। যাত্রী সঙ্কটের কারনে পিআইএ এর অভ্যন্তরীণ সার্ভিস বাতিল করা হয়েছে।