২২ নভেম্বর ১৯৭১ঃ পাক অনুগত ২ আওয়ামী এমএনএ/ এমপিএ এর ইয়াহিয়ার সাথে সাক্ষাৎসূচী চূড়ান্ত
রাজবাড়ী থেকে নির্বাচিত এমএনএ এবিএম নুরুল ইসলাম এবং কিশোরগঞ্জের বাজিতপুর কুলিয়ারচর হইতে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় প্রাদেশিক পরিষদ সদস্য সৈয়দ বদরুজ্জামান শীঘ্রই প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করবেন। তারা ইতিমধ্যে রাওয়ালপিন্ডির উদ্দেশে করাচীর পথে রয়েছেন। বুধবার সাক্ষাতের সময়সূচী চূড়ান্ত করা হয়েছে। দুই নেতা পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগের নেতাদের সাথেও বৈঠক করবেন। নেতাগন ২৩ জুলাই ও ১৬ অক্টোবর অনুষ্ঠিত ক্লিন এমএনএ, এমপিএদের সাথে বৈঠক করেছিলেন।
নোটঃ এবিএম নুরুল ইসলাম রাজবাড়ী জাতীয় পার্টির এ নেতা এখনও জীবিত আছেন।