You dont have javascript enabled! Please enable it! 1971.06.19 | বাঙলাদেশের শরণার্থীদের জন্য জাতিসংঘ আরাে সাহায্য দেবে- আগা খা | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশের শরণার্থীদের জন্য জাতিসংঘ আরাে সাহায্য দেবে
আগা খা

নয়াদিল্লী, ১৮ জুন জাতি সঙ্ঘের ত্রাণ দপ্তরের হাই কমিশনার শ্রীসদরুদ্দিন আগা খান জানিয়েছেন, বাঙলাদেশের শরণার্থীদের সাহায্যের জন্য জাতিসঙ্ আরাে বেশী পরিমাণে সাহায্য সংগ্রহ করে ভারতকে দেবার চেষ্টা করবেন।
শ্রম ও পুনর্বাসনমন্ত্রী শ্রী আর কে খাদিলকর আজ লােকসভায় এক বিবৃতিতে উপরােক্ত তথ্যটি জানিয়ে বলেন, হাই কমিশনারের বক্তব্য হল, শরণার্থীদের পূর্ব বাঙলায় পুর্নবাসনই হল এই সমস্যা সমাধানের সবচেয়ে সেরা উপায় ; অবশ্য শরণার্থীদের পক্ষে সেখানে যাওয়ার অবস্থা অনুকূল হওয়া দরকার বলে তিনি মন্তব্য করেছেন।
হাই কমিশনারকে এই মর্মে জানান হয়, এই পূনর্বাসন ব্যবস্থার জন্য সবচেয়ে প্রয়ােজনীয় জিনিস হল বাঙলাদেশে স্বৈরাচার অবিলম্বে বন্ধ করা এবং এমন ত করা যাতে শরণার্থীরা নিরাপত্তাবােধ নিয়ে তাদের মাতৃভূমিতে বসবাস করতে পারে।
বিবৃতিতে খাদিলকর বলেছেন, জাতিসঙ্ঘের হাই কমিশনার: ভারতের বক্তব্য সম্পর্কে ঐকমত্য প্রকাশ করে দুঃখের সঙ্গে স্বীকার করেছেন, ত্রাণের বিষয়ের মধ্যে তার কার্যকলাপ সীমাবদ্ধ রাজনীতিক প্রশ্নের সঙ্গে তিনি ত্রাণের বিষয়টি জড়িত করতে পারেন না।

সূত্র: কালান্তর, ১৯.৬.১৯৭১