You dont have javascript enabled! Please enable it! জানুয়ারী ১৯৭৫ঃ ভাসানীর রাজনীতি হতে অবসর - সংগ্রামের নোটবুক

জানুয়ারী ১৯৭৫ঃ ভাসানীর রাজনীতি হতে অবসর

বাকশাল কায়েম হওয়ার প্রেক্ষিতে মওলানা ভাসানী রাজনীতি হতে অবসর নেন। সংবিধান অনুযায়ী বাকশাল বাদে দেশে আর কোন রাজনৈতিক দল না থাকায় দল থেকে একমাত্র (স্বতন্ত্র থেকে ন্যাপ) এমপি ব্যারিস্টার সালেহ উদ্দিন এবং আবু নাসের পদত্যাগ করেন।