You dont have javascript enabled! Please enable it!

২১ নভেম্বর ১৯৭১ঃ সিলেট(জকিগঞ্জ/ আটগ্রাম) ফ্রন্ট

৪ নং সেক্টরে এতদিন ছোটখাটো এম্বুশ পরিচালনা করা হচ্ছিল। এদিন ই প্রথমবারের মত তারা বড় যুদ্ধে নামে। ব্রিগেডিয়ার কুইনের ৫৯ ব্রিগেডের ভারতীয় লেঃ কর্নেল হারলিকার এর ৪/৫ গুর্খা ব্যাটেলিয়ন এর অংশ( নিকটবর্তী ভারতের পাঁচগ্রামে অবস্থান ছিল) মুক্তিবাহিনীর ১ বেঙ্গলের এক কোম্পানি কিছু টিলা দখলের পর আটগ্রামে/উমাগর (বিহারী বসতি এলাকা) পাকিস্তানী বাহিনীর সাথে প্রবল যুদ্ধের মুখোমুখি হয়। এখানে মেজর আজহার আলভী( পরের দিন নিহত) এর ৩১ পাঞ্জাবের বি কোম্পানির অবস্থান ছিল (সামান্য রেগুলার, থল, টচি, খাইবার রাইফেল, রেঞ্জার, মুজাহিদ, এপকাফ, রাজাকার, স্থানীয় মোহাজের বিহারী)। ব্রিগেডিয়ার কুইনের ৫৯ ব্রিগেডের ৯ গার্ডের সাথে লেঃ জহির এর ১ ইস্টবেঙ্গল কোম্পানি জকিগঞ্জ প্রবেশ করে এবং দখল করে। এখানে মেজর সারওয়ারের ৩১ পাঞ্জাবের এ কোম্পানির অবস্থান ছিল (সামান্য রেগুলার, থল, টচি, খাইবার রাইফেল, রেঞ্জার, মুজাহিদ, এপকাফ, পুলিশ, রাজাকার)।