You dont have javascript enabled! Please enable it!

২১ নভেম্বর ১৯৭১ঃ কালিগঞ্জ ফ্রন্ট

কালিগঞ্জে আগের দিনও মুক্তিবাহিনী পাকবাহিনীর উপর হামলা করে। আজ তারা যৌথ বাহিনী হিসেবে সর্বাত্মক আক্রমনে নামে। সাথে ভারতীয় বেঙ্গল এরিয়া এর ৩ রাজপুত। প্রথম কয়েক ঘণ্টার যুদ্ধের ফলাফল হল ৪০ জনের পাক বাহিনীর একটি দল আত্মসমর্পণ করে। যৌথ বাহিনীর এ অংশে মুক্তিবাহিনীর পক্ষে ছিল লেঃ আহসানের বাহিনী। নায়েব সুবেদার গফুরের অপর একটি প্লাটুন ৬ পাকসেনা বন্দী করেন। দিন শেষে বসন্তপুর, কালীগঞ্জ মুক্ত হয়। শ্যামনগর আগে থেকেই একধরণের মুক্ত ছিল ফলে দুই থানা মুক্ত হয়।