You dont have javascript enabled! Please enable it!

শরণার্থীদের প্রতি এস ডি ওর ঔদ্ধত্য আচরণ

সাব্রুম ৩ মে- পূর্ব বাংলা থেকে আগত শরণার্থীদের জীবন নিয়ে এক শ্রেণীর আমলা ছিনিমিনি খেলা শুরু করেছেন। এখানে কলাছড়ায় একটা শরণার্থী শিবির খােলার কথা সরকার ঘােষণা করেছেন। ঘর-দরজা না হতেই ৭০০-৮০০ শত পরিবারকে এখানে পাঠানাে হয়েছে। অথচ তাদেরকে প্রয়ােজনীয় সাহায্য দেওয়া হচ্ছে না। সরকারি বরাদ্দ হিসেবে প্রতিটি পরিবারের লােকজনদের কাছ থেকে ১.১০ পয়সার ভাউচার নেওয়া হচ্ছে অথচ চাল-ডাল, লবণ-তেল ইত্যাদি বরাদ্দ অনুপাতে দেওয়া হচ্ছে না। এই ব্যাপারে শরণার্থীরা সাব্রুমের এস.ডি.ও’র নিকট প্রতিবাদ করলে উনি বলেন, আপনাদেরকে কেউ নিমন্ত্রণ করে আনে নাই, চলে যেতে পারেন পাকিস্তানে,’ এস.ডি.ও’র এ ধরনের আচরণের প্রতিবাদে স্থানীয় মার্কসবাদী কমিউনিস্ট নেতা কমরেড রতি মােহন রায় প্রজেক্ট অফিসার এবং জেলা শাসকের সাথে সাক্ষাৎ করেন এবং অবিলম্বে সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী বরাদ্দ সরবরাহ করার দাবি জানান। জেলা শাসক প্রতিশ্রুতি দিয়েও এখনও কিছুই করেননি। এলাকার জনসাধারণ তথাকথিত প্রগতিশীল সরকারের এবং তার আমলাদের আচরণে বিক্ষুব্ধ।
এদিকে সাওচান্দ এবং হরিণা ডিসপেনসারিতে প্রয়ােজনীয় ডাক্তার ও ওষুধ না থাকায় শিবিরগুলাে এবং আশপাশের এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। অবিলম্বে ডাক্তার ও ওষুধ না পাঠালে অবস্থা চরমে উঠবে।

সূত্র: দেশের ডাক
৭ মে, ১৯৭১
২৩ বৈশাখ, ১৩৭৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!