You dont have javascript enabled! Please enable it!

২১ নভেম্বর ১৯৭১ঃ রাওয়ালপিন্ডিতে নুরুল আমীনের বক্তব্য এর প্রতিবাদে করাচীতে ভূট্টো

রাওয়ালপিন্ডিতে সংযুক্ত কোয়ালিশন জোট নেতা নুরুল আমীন রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদ থেকে আগত একদল ছাত্রের উদ্দেশে ভাষণ দান কালে বলেন দেশের অখণ্ডতা বজায় রাখার জন্য অভ্যন্তরীণ ও বহিশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যুব সমাজের প্রতি আহবান জানান। তিনি তাদের প্রতি দেশের আজাদি এবং আদর্শ রক্ষার জন্য দৃঢ় সংগ্রাম চালানোর আহবান জানান। তিনি বলেন যে সব লোক পশ্চিম পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ নেতৃত্ব দাবী করে বর্তমান সঙ্কটের সময় তাদের আরও দায়িত্বশীলতার পরিচয় দেয়া উচিত কেননা তাদের কতিপয় উক্তি দেশের বৃহত্তর স্বার্থের ক্ষতি করতে পারে এবং শত্রুর প্রচারনার হাতিয়ার হতে পারে। তিনি বলেন গনতন্ত্রের মৌল নীতি হল সহিষ্ণুতা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা তাদের হুমকি বা গালিগালাজ না করা। তিনি একটি রাজনৈতিক দলের পশ্চিম পাকিস্তানে বিশৃঙ্খলা ও বিপ্লব করার হুমকিকে গুরুত্ব দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পরে এক সংবর্ধনা সভায় নুরুল আমীন বলেন পূর্ব পাকিস্তানের ৮৫% জনগন অখণ্ড পাকিস্তানের পক্ষে আছেন।

তারা সেনাবাহিনীর পক্ষে আছেন বহিশক্তির আক্রমনে যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত আছেন। নুরুল আমীনের জবাবে লারকানা থেকে করাচীতে এসে পিপিপি প্রধান জুলফিকার আলী ভূট্টো পিডিপি প্রধান নুরুল আমীন কে দেশের স্বার্থে বিরোধীয়ও মৌলিক বিষয়ে কথাবার্তা বন্ধ করতে বলেছেন। তিনি বলেন জনাব আমীন কিছু কিছু ক্ষেত্রে গনতন্ত্রের মৌলিক নীতি লঙ্ঘন করে গনতন্ত্রের বিধিবিধানকে পদাঘাত করেছেন। তিনি বলেন প্রেসিডেন্ট এর সাথে তার সম্পর্ক ভাল তিনি আমাদের দুজনের বিরোধে কোন পক্ষ অবলম্বন করছেন না এবং আগামী ২৬ তারিখ তিনি প্রেসিডেন্ট এর সাথে আবার কথা বলবেন। ইউসিপিকে তিনি দেশ রক্ষার জন্য কাজে সুসংগঠিত কোয়ালিশন মনে করিনা। এ ধরনের দল পাকানোকে আমি মোটেই গুরুত্ব দেই না। তিনি বলেন পাকিস্তানের জনগন এসব ধোঁকাবাজি বিশ্বাস করে না। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন জনাব আমীনের সাথে আলোচনায় বসার কোন পরিকল্পনা নেই। আমরা ন্যাপ (ওয়ালী) এবং হাজারভি জমিয়তের সাথে কথা বলছি। তিনি বলেন প্রেসিডেন্ট এর সাথে বৈঠকের আগে কোন কিছু পরিস্কার হচ্ছে না।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!