২১ নভেম্বর, ১৯৭১ঃ ইন্দিরা গান্ধী
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ইয়াহিয়ার পত্রের জবাবে বলেছেন অন্তত দুটি কাজ করে বাংলাদেশ সমস্যা সমাধানে ইয়াহিয়ার আন্তরিকতার প্রমান দিতে বলেছেন। একটি হল শেখ মুজিবের মুক্তি, ২য়টি হল জনরায়ের প্রতি সন্মান প্রদর্শন। ভারত সব সময় পাকিস্তানের প্রতি বন্ধুত্তের হাত বাড়ালেও ইয়াহিয়া তার পরিবর্তে জিহাদ উপহার দিতে চান। তিনি বলেন তিনি (ইন্দিরা) এখনি বাংলাদেশ নেতৃবৃন্দের সাথে কোন রুপ চুক্তিতে যাচ্ছেন না। ভারত বাংলাদেশ ইস্যুতে জড়িত হয়েছে কারন পাকিস্তান এক নতুন ধরনের আগ্রাসনে ভারতকে মারাত্মক সমস্যায় জর্জরিত করেছে।
এই সমস্যার কারনেই ভারত যে কোন ধরনের হুমকি মোকাবেলায় প্রস্তুত।ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আহমেদাবাদে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে যোগদানের জন্য এসে বলেন,আগামী ২ থেকে ৩ মাস ভারতের জন্য এক গভীর সংকটকাল। তিনি বলেন জাতিসংঘে চীন ভারতের বিরুদ্ধে বলা সত্ত্বেও ভারত চীনের সাথে ভাল সম্পর্ক বজায় রাখবে। তিনি বলেন চীনের এ ধরনের বক্তব্য অপ্রত্যাশিত নয়। ঈদ উপলক্ষে ইয়াহিয়া খান ভারতের সাথে বন্ধুত্তের হাত প্রসারের যে আহবান জানিয়েছেন ইন্দিরা গান্ধী তাকে স্বাগত জানিয়ে বলেন তিনি আগে আন্তরিকতার প্রমান দেন।