লবণহ্রদে ছাউনি খাটানােয় গাফিলতির অভিযােগ
স্টাফ রিপাের্টার
সেচ দফতর ছাউনির ব্যবস্থা করতে না পারায় লবণ হ্রদে শরণার্থীদের মধ্যে অন্তত ৬০ হাজার আবালবৃন্ধবণিতার মাথার উপর এখনও কোন আচ্ছাদন নেই। বর্ষায় তাদের দুর্গতি চরমে উঠেছে।পুনর্বাসন দফতরের সলট লেক শরণার্থী শিবিরের ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিস্ট একজন অফিসারের অভিযােগ-লেক অঞ্চলে আশ্রয় শিবিরের কাঠামাে তৈরি হয়েছে ১৬০০ থেকে ১৮০০ র মত। কিন্তু ওই সব কাঠামাের উপর ত্রিপলের ছাউনি দেওয়ার ব্যাপারে ভারপ্রাপ্ত সেচ দফতরের গাফিলতির জন্য ওই কাজ এগােচ্ছে না। ফলে বৃষ্টিতে শরণার্থীদের চূড়ান্ত দুর্গতি। তিনি আরও জানান যে, বিদেশ থেকে তারা প্রচুর এবং উৎকৃষ্ট ধরনের ত্রিপল পেয়েছেন এবং সল্ট লেকের জন্য তাদের প্রচুর ত্রিপল মজুত রয়েছে। সুতরাং ত্রিপলের অভাবে ছাউনি তােলার কাজ পড়ে রয়েছে-এই অজুহাত খাটে না। তিনি আরও জানান যে, সলট লেকে শরণার্থীর সংখ্যা এখন মােট দাড়িয়েছে দেড় লক্ষের মত। রেশন কারড় দেওয়া হয়েছে এক লক্ষ ২০ হাজারকে।
২৭ জুলাই ‘৭১
Reference: ২৭ জুলাই ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা