You dont have javascript enabled! Please enable it!

বাঙলাদেশের প্রতি চীনের মনােভাব অত্যন্ত লজ্জাজনক —মিরাজকর
(বিশেষ প্রতিনিধি)

ইন্দোর ১৯ এপ্রিল বাঙলাদেশের নিরস্ত্র ও নিরীহ জনগণের উপর ইয়াহিয়া খানের ফ্যাসিস্ট সামরিক চক্রের অত্যাচারকে সমর্থন করে চীন যে মনােভাব দেখিয়েছে তা অত্যন্ত লজ্জাজনক বলে এ আইটি ইউসির সভাপতি শ্রী এস এস মিরাজকর মন্তব্য করেছেন।
স্থানীয় প্রেস ক্লাবের এক অভ্যর্থনা অনুষ্ঠানে গতকাল শ্রীমিরাজকর ঐ মন্তব্য করে বলেন যে, তিনি আশা করেন চীন অনতি বিলম্বে তার ঐ সিদ্ধান্ত বিবেচনা করে বাঙলাদেশের মানুষের প্রতি অকুণ্ঠ সমর্থন জানাবে।

সূত্র: কালান্তর, ২১.৪.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!