১৯৭৭ঃ জিয়া প্রেসিডেন্ট হয়েই দালাল রাজাকার সরকারী কর্মচারী কর্মকর্তাদের চাকুরীতে পুনর্বহাল করেছিলেন। আওয়ামী লীগ সরকার ৭২ সালে পিও – ৯ আদেশের মাধ্যমে লাখ খানিক পাকিস্তানী দালাল কর্মচারীদের মধ্যে হাজার তিনেক কর্মচারীকে স্ক্রিনিং কমিটির মাধ্যমে চাকুরী থেকে অপসারন করেছিল।