You dont have javascript enabled! Please enable it! 1971.05.23 | ঢাকায় পাক-সেনারা পাঁচ হাজার ব্যক্তির রক্ত বের করে নিয়েছে | দৈনিক আনন্দবাজার পত্রিকা - সংগ্রামের নোটবুক

ঢাকায় পাক-সেনারা পাঁচ হাজার ব্যক্তির রক্ত বের করে নিয়েছে 

আগরতলা, ২২ মে-গত সােমবার ঢাকা শহরে বাংলাদেশ বাহিনী অতর্কিতে গেরিলা আক্রমণ চালানাের অব্যবহিত পরেই পাক-সেনারা শহরের একটি বিস্তীর্ণ অঞ্চল ঘিরে ফেলে অন্তত ৫০০০ ব্যক্তির দেহ থেকে সিরিঞ্জ দিয়ে রক্ত বের করে নিয়েছে। সীমান্তের ওপার থেকে এই খবর পাওয়া গিয়েছে। খবরে আরও বলা হয়েছে, বের করে নেওয়া ওই রক্ত আহত খান-সেনাদের দেহে ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, রক্ত বের করে নেওয়ার পর খানসেনারা দেহগুলি বুড়িগঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিয়েছে।

সাংবাদিক নিহত 

আর একটি বিশ্বস্ত-সূত্রে পাওয়া খবরে প্রকাশ, ইত্তেফাক পত্রিকার প্রাক্তন চীফ রিপােরটার শ্রীখন্দকার আবুতালেব সম্প্রতি অবাঙালীদের হাতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। পি টি আই। ২৩ মে ‘৭১

Reference:

২৩ মে ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা