You dont have javascript enabled! Please enable it! ১৯৬৭ সালের আওয়ামী লীগের দুই কমিটি - সংগ্রামের নোটবুক

১৯৬৭ সালের আওয়ামী লীগের দুই কমিটি

তর্কবাগীশের কমিটির ৫ জন ৭১ এ পাক দালাল হয়েছিলেন ১) সালাম খান পরে পিডিপি ও নিস্ক্রিয় দলত্যাগ নাম মাত্র দালালী করেছেন ২) লকিতুল্লাহ পরে পিডিপি ৩) নুরুল ইসলাম চৌধুরী দালালীর দায়ে ২ মাস কারাদণ্ড ও দল থেকে বহিস্কার ৪) সাদ আহমদ পরে জামাত নেতা ও দালালীর দায়ে পৌনে সাতশ দিন কারাবাস,৫) নুরুল হক ৭১ এ দলত্যাগ ৬) জুলমত আলী খান ইয়াহিয়ার বিশেষ দুত জাতিসংঘ। কামরুজ্জামানের কমিটির ৩ জন পরে পাক দালাল হন ১) হোসেন মনসুর ৭২ এ বহিস্কার ২) শাহ আজিজুর রহমান পরে জাতীয় লীগ ও ইয়াহিয়ার বিশেষ দুত জাতিসংঘ ৩) এবিএম নুরুল ইসলাম ৭২ এ বহিষ্কৃত। আমেনা বেগম দলত্যাগ এবং পাক সরকারের সাথে সমঝোতায় দেশে ছিলেন।