You dont have javascript enabled! Please enable it! 1971.10.27 | কলকাতায় বিদেশী সাংবাদিকদের ভীড় | কালান্তর - সংগ্রামের নোটবুক

কলকাতায় বিদেশী সাংবাদিকদের ভীড়
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ২৫- ভারত-পাক সীমান্তে পাকিস্তানী সমরচক্রের আক্রমণাত্মক যুদ্ধ প্রস্তুতি ও প্রাত্যাহিক প্ররােচনায় এই উপমহাদেশের যে ভারত-পাক সংঘর্ষের সমূহ আশঙ্কা দেখা দিয়েছে, তারই পরিপ্রেক্ষিতে মহানগরী কলকাতায় দলে দলে বিদেশী সাংবাদিকদের আগমন শুরু হয়েছে। পশ্চিমী দুনিয়ার প্রায় সব দেশ থেকেই বিভিন্ন পত্রিকা ও সংবাদ প্রতিষ্ঠানের সাংবাদিক কলকাতায় এখন হাজির।
ইতিমধ্যেই প্রায় ৫০ জন বিদেশী সাংবাদিক এসে কলকাতার বড় বড় হােটেলে অনির্দিষ্টকালের জন্য ঘরভাড়া নিয়েছেন এবং দলে দলে গিয়ে বাঙলাদেশ মিশনে ধরনা দিচ্ছেন- বাঙলাদেশের মুক্তাঞ্চলে থাকবার ব্যবস্থা করে দেবার জন্যে। জানা গেল, এই বিদেশী সাংবাদিকদের মধ্যে প্রায় ত্রিশজন হলেন ‘ওয়ার করেসপন্ডেন্ট’ বা সফর সাংবাদিক। এদের অন্তত ৮ জন সাংবাদিক ২৫ মার্চ ইয়াহিয়া ফৌজের তাণ্ডব শুরু হবার সময়ে ঢাকায় ছিলেন। অন্তত চারজন সাংবাদিক আছেন যারা সম্প্রতি পাক সরকারের আমন্ত্রণক্রমে বাঙলাদেশ সফরকারী বিদেশী সাংবাদিকরা দলে ছিলেন।
এদের মধ্যে কয়েকজন ইতিমধ্যেই সীমান্ত গিয়েছিলেন, কিন্তু ভারতের সীমান্ত প্রহরীরা তাদের ফেরত পাঠিয়ে দিয়েছেন।

সূত্র: কালান্তর, ২৭.১০.১৯৭১