জামাতে ইসলামী রেসকোর্সের নাম রেখেছিল শহীদ মালেক ময়দান।
বায়ো কেমিস্ট্রির প্রথম শ্রেণীতে প্রথম হওয়া এই ছাত্রসঙ্ঘ নেতা শিক্ষা নীতি নিয়ে বিরোধে বামপন্থী ছাত্রদের হাতে আহত হয়ে তিনদিন পরে নিহত হয়েছিলেন এই ময়দানে। সংগ্রাম পত্রিকায় আওয়ামী লীগের ৭০ সালের ৭ জুনের সমাবেশের খবর।