১৩ জানুয়ারী ১৯৭৩ঃ বীরাঙ্গনাদের বিয়ে করার জন্য বেশ কিছু যুবক আবেদন করেছিল
নাম পরিচয় সহ এদের কারো কারো কথা পত্রিকায়ও এসেছিল। সবাই মনে করেছিল কি ভাল মানুষ তারা, কত দেশ প্রেম। ১২ জানুয়ারী বীরাঙ্গনাদের এক অনুষ্ঠানে গেলে বীরাঙ্গনাদের বিয়ে করার দরখাস্ত সমুহ শেখ মুজিবের নজরে আনা হয়। দেখা যায় প্রায় সকলেই এর বিনিময়ে বিভিন্ন সুযোগ সুবিধা দাবী করে। রাগে শেখ মুজিব এসব দরখাস্ত পুড়িয়ে ফেলার আদেশ দেন।