২০ নভেম্বর ১৯৭১ঃ পুর্নাঙ্গ যুদ্ধ
অক্টোবরের ২১ তারিখের দিকে ভারতীয় বাহিনী ও বাংলাদেশ বাহিনীর যৌথ কমান্ড প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশ ভূখণ্ডে ভারতীয় বাহিনীর যুদ্ধ করার প্রথম ঘটনা হল ২৮ অক্টোবর ধলাই যুদ্ধ। ২০ নভেম্বর ঈদের দিন রাত্রে ১০টির অধিক ফ্রন্টে একযোগে আবার আক্রমন শুরু হয়। এগুলি হল ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, সিলেট, শেরপুর, পঞ্চগড়, দিনাজপুর, যশোর, সাতক্ষীরা। এর মধ্যে সবচে বড় আক্রমন ছিল ফেণী আর যশোরে। প্রথম পরিকল্পনা ছিল চট্টগ্রামকে মুল প্রদেশ থেকে বিচ্ছিন্ন করা ২য় পরিকল্পনা ছিল কিছু এলাকা মুক্ত করে প্রবাসী সরকারকে একটি মুক্ত ভূখণ্ড দেয়া। মুক্ত ভূখণ্ডের জন্য আগে সিলেটে জোর দেয়া হয়েছিল কিন্তু তা অর্জন না হওয়ায় যশোরের দিকে নজর দেয়া হয়। যশোর কলকাতার কাছে এবং বিদেশী সংবাদমাধ্যম গুলো পেট্রাপোলেই বেশী আনাগোনা করে থাকেন। হামলা মাঝ রাতের পর শুরু হওয়ায় ঘটনাগুলিকে ২১ তারিখে গণ্য করা হয়েছে।
নোটঃ নিজস্ব ভাষ্য