You dont have javascript enabled! Please enable it! 1971.11.21 | ঈদের প্রধান জামাত পল্টন ময়দানে - সংগ্রামের নোটবুক

২১ নভেম্বর ১৯৭১ঃ জামাত

পল্টন ময়দানে ঈদের প্রধান জামাত হয় গভর্নর এ এম মালিক এ জামাতে অংশ গ্রহন করেন। বায়তুল মোকাররমে ঈদের ২য় প্রধান জামাত হয়। সকল ঈদের জামাতে জামাতে ইপিআর ও পুলিশের দল কড়া টহল দেয়। বায়তুল মোকাররমে একটু বেশী নিরাপত্তা বেবস্থা নেয়া হয় কারন ১০-১২ দিন আগে এখানে বড় ধরনের বোমা হামলা হয়েছিল। ভিডিওতে দেখা যায় এক মিলিশিয়া মসজিদ আঙ্গিনাতেই দাড়িয়ে প্রস্রাব করছেন।
চলচ্চিত্র
ঈদ উপলক্ষে ঢাকায় দুটি ছবি পুনঃ মুক্তি পায়। বাংলা ছবি স্বরলিপি ডায়ানা ও লায়নে মুক্তি পায়। উর্দু ছবি তেরি সুরাত মেরি আখে মুক্তি পায় মধুমিতা, বলাকা, স্টার, শাবিস্তান, উজালা, গুলশান নারায়ণগঞ্জ, পিকচার প্যালেস, খুলনা মিনাক্ষি দৌলতপুর।
ইয়াহিয়া খান
প্রেসিডেন্ট ভবনে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে মিলিত হন বিশেষ করে কূটনীতিকদের নিয়ে একটু বেশী সময় ব্যায় করেন।