You dont have javascript enabled! Please enable it! ১৯৫২ সনের ২১ ফেব্রুয়ারীর ঘটনার পর চট্টগ্রামের এমসিএ নুর আহমেদ - সংগ্রামের নোটবুক

১৯৫২ সনের ২১ ফেব্রুয়ারীর ঘটনার পর চট্টগ্রামের এমসিএ নুর আহমেদ সাংবিধানিক পরিষদে বাংলাকে রাষ্ট্র ভাষা করার একটি বিল আনেন।

কিন্তু পরে তিনি এ বিলের বিরুদ্ধেই ভোট দেন। বিরুদ্ধে আরও ভোট দেন ৬৮ জন মুসলিম সদস্যদের মধ্যে ৪১ জন। ভোট দেননি বা ভোটদানে বিরত ছিলেন বা অনুপস্থিত ছিলেন এমন সদস্যদের কয়েকজন হলেন হাবিবুল্লাহ বাহার চৌধুরী, মওলানা আকরাম খান, সাবেক মন্ত্রী একে খান, প্রিন্সিপাল ইব্রাহীম খা, সোহরাওয়ারদী এবং তার বোন শায়েস্তা ইক্রামুল্লাহ, শেরে বাংলা একে ফজলুল হক। পক্ষে ভোট দিয়েছিল সকল সংখ্যালঘু সদস্য ও পশ্চিম পাকিস্তানী দুই জন একজন লাহোরের সরদার শওকত হায়াত খান (৭১ এ মার্চ পর্যন্ত মুজিব সমর্থক), অপর জন এবোটাবাদের সরদার আব্দুল্লাহ জান খান। বাঙ্গালীর চরিত্র এর মাধ্যমেই অনুধাবন করা যায়।