You dont have javascript enabled! Please enable it! মৌলানা কাউসার নিয়াজি জেড এ ভুট্টোর ডান হাত ১৯৭১ - সংগ্রামের নোটবুক

মৌলানা কাউসার নিয়াজি জেড এ ভুট্টোর ডান হাত ১৯৭১
মৌলানা কাউসার নিয়াজি ষাট দশকের প্রখ্যাত পাকিস্তানী আলেম ও রাজনীতিবিদ। প্রথম জীবনে জামাতের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ১৯৫৩ সালে কাদিয়ানী বিরোধী দাঙ্গা ও আন্দোলনে নেতৃত্ব দেন। সেই আন্দোলনে ১ লাখের মত কাদিয়ানী নিহত হলে লাহোরে সামরিক আইন জারী করতে হয়েছিল। সরকার তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। ১৯৬৬ সালে জেড এ ভুট্টো আইয়ুব সরকার থেকে পদত্যাগ করলে নিয়াজি স্বাগত জানান। যে সকল পাকিস্তানী রাজনিতিবিদ ১৯৬৫ সালের যুদ্ধ বিরতি মানিয়া নেননি জেড এ ভুট্টো ও নিয়াজি তাদের অন্যতম ।পদত্যাগের পর জেড এ ভুট্টো নতুন দল গড়ার প্রয়োজন বোধ করেন। তিনি বামপন্থী দল গড়ার লক্ষে কাজ শুরু করেন ।তিনি প্রথমে ভাসানির সংস্পর্শে আসেন ।১৯৬৬ সালের ১৫ নভেম্বর ঢাকা সফর করেন ।ভাসানি এবং ছাত্র ইউনিয়ন জেড এ ভুট্টো কে স্বাগত জানিয়েছিলেন। ভাসানির সাথে দল গঠন যখন সম্ভব হয় নাই তখন জেড এ ভুট্টো তার বাম পন্থী দলে ভাসানি টাইপ ধর্মীয় নেতা খুজছিলেন। জামাত পিপিপি কে সমর্থন না করায় কাউসার নিয়াজি পিপিপি তে যোগদানের প্রস্তুতি নিচ্ছিলেন।এই সংবাদ জেড এ ভুট্টো জানতে পারার পর কাউসার নিয়াজি কে নিয়ে তিনি তার দল গঠন করেছিলেন। জেড এ ভুট্টোর পরে যে নেতা মুক্তিযুদ্ধ চলাকালীন পূর্ব পাকিস্তান নিয়ে কথা বলতে পারতেন তিনি হলেন কাউসার নিয়াজি। তিনি একমাত্র পিপিপি নেতা যিনি দলের দায়িত্ব প্রাপ্ত হয়ে একাধিক বার পূর্ব পাকিস্তান সফর করেছিলেন। পূর্ব পাকিস্তান স্বাধীনের পর খণ্ডিত পাকিস্তানের প্রেসিডেন্ট এর উপদেষ্টা এবং ১৯৭৪ সাল থেকে ধর্ম বিষয়ক মন্ত্রী ছিলেন যত দিন পিপিপি ক্ষমতায় (১৯৭৭) ছিল।জেড এ ভুট্টো ফাঁসির সময় সামরিক সরকারের সাথে একটা আপোষ প্রচেষ্টা করার চেষ্টায় ছিলেন যদিও তিনি সাফল্য লাভ করতে পারেন নাই। ১৯৭৮ সালে নুসরাত ভুট্টোর সাথে বিরোধে তিনি দলত্যাগ করে নতুন দল প্রগ্রেসিভ পিপলস পার্টি প্রতিষ্ঠা করেন । মিয়াওালির বাসিন্দা হওয়া সত্তেও তিনি ১৯৭০ সালের নির্বাচনে শিয়ালকোট থেকে প্রার্থী হয়ে বিপুল ভোটে জয় লাভ করেন (নিয়াজি বংশ মিয়াওালি ও আসে পাশের এলাকায় বসবাস করে আবদুল্লাহ খান নিয়াজিরও এলাকা)। উল্লেখ্য এই এলাকাটি ছিল কাদিয়ানী অধ্যুষিত । দৈনিক পাকিস্তান ১৫ নভেম্বর১৯৬৬, জুলাই, আগস্ট ১৯৭১ ,Dawn, Sunday Magazine, November 16th, 2014