৫ অক্টোবর ১৯৭১ঃ অস্ট্রেলিয়া পার্লামেন্টে পূর্ব পাকিস্তানী শরণার্থীদের জন্য সাহায্য প্রস্তাব
অস্ট্রেলিয়ার হাউজ অফ রিপ্রেজেনটিভ এর বেশ কয়েকজন সদস্য পার্লামেন্টে পূর্ব পাকিস্তানের ৯০ লাখ শরণার্থীর দুঃখ দুর্দশার বর্ণনা দিয়া অচিরেই সেখানে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ত্রান সরবরাহের অনুরোধ জানান হয়। অস্ট্রেলিয়ার সংসদীয় উপনেতা ও ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ইয়ান সিনক্লেয়ার সংসদে জানান ইতিমধ্যে তার সরকার সেখানে ত্রান সহায়তা পাঠাচ্ছে। পরে অপর ৩ জন সদস্য এক দিনের জন্য অনশন করেন তারা হলেন পল পয়েরনম, স্তিভ রুনি ও পল ইভান্স। তারা সকলেই ১০ মিলিয়ন ডলারের সাহায্য দাবী করেন। একই সাথে সংসদে শেখ মুজিবের বিচার বন্ধ করে তাহার মুক্তি দাবী করা হয়।